Wimbledon 2023: রেকর্ড অর্থ! এবার ধনবর্ষা উইম্বলডনে, টাকার অংক শুনলে মাথা ঘুরে যাবে

Wimbledon prize money increased to record amount: অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবে এবার ধনবর্ষা। উইম্বলডনে রেকর্ড অর্থ বৃদ্ধি হল। টেনিসের প্রাচীনতম টুর্নামেন্টে থাকবে রেকর্ড অর্থ! বিরাট ঘোষণা হয়ে গেল।

Updated By: Jun 14, 2023, 06:49 PM IST
Wimbledon 2023: রেকর্ড অর্থ! এবার ধনবর্ষা উইম্বলডনে, টাকার অংক শুনলে মাথা ঘুরে যাবে
গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে টেনিসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট। দুয়ারে তেইশের উইম্বলডন (Wimbledon 2023)। এবার উইম্বলডনে সবচেয়ে বড় চমক পুরস্কারের অর্থ। গতবছরের তুলনায় মোট অর্থের পরিমাণ ১১.২ শতাংশ বাড়ল। প্রাক করোনা আবহের তুলনায় অর্থাৎ ২০১৯ সালে অনুষ্ঠিত উইম্বলডনের চেয়ে ১৭.১ শতাংশ বৃদ্ধি। পাউন্ডের হিসেবে ৪৪.৭ মিলিয়ন পাউন্ড (৫৬.৫২ মিলিয়ন ডলার)। বুধবার বিবৃতি দিয়ে উইম্বলডনে ধনবর্ষার কথা ঘোষণা করে দিল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব (All England Lawn Tennis Club, AELTC)। 

এবার উইম্বলডন চ্যাম্পিয়ন পুরুষ ও মহিলা খেলোয়াড় পাবেন ২.৩৫ মিলিয়ন পাউন্ড করে। রানার্স পাবেন ১.১৭৫ মিলিয়ন পাউন্ড। ২০১৯-এর পর এই বৃদ্ধি। ২০২১ সালে বিজয়ী পেয়েছিলেন ১.৭ মিলিয়ন পাউন্ড। গতবছর হয়েছিল ২ মিলিয়ন পাউন্ড।  এইএলটিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'চলতি বছর চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া প্লেয়ারদের জন্য় পুরস্কারের মূল্য রেকর্ড বেড়েছে। যা আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি। ইভেন্টে অধিকাংশ ক্ষেত্রেই এই বৃদ্ধি হয়েছে দুই ডিজিটে। আমাদের লক্ষ্যই হচ্ছে সিঙ্গলস চ্যাম্পিয়ন ও রানার্স-আপের পুরস্কারে অর্থ ২০১৯ সালের (প্রাক প্যান্ডেমিক) মূল্যায়নে ফেরত দেওয়া। ইভেন্টের প্রাথমিক রাউন্ডের খেলোয়াড়দেরও প্রাপ্য সমর্থন দেওয়ার চেষ্টা করছি।'

আরও পড়ুন: Novak Djokovic | French Open 2023: অবিশ্বাস্য জকোভিচ, ২৩ গ্র্যান্ড স্ল্যামে লিখলেন ইতিহাস! সাক্ষী রোলাঁ গারোজ

গতবছর উইম্বলডন ফাইনালে শেষ হাসি হেসেছিলেন নোভাক জোকোভি়চ। সেন্টার কোর্টে হাড্ডাহাড্ডি লড়াইকে নিক কিরগিয়সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ। সার্বিয়ান সুপারস্টার কেরিয়ারের সপ্তম উইম্বলডন জিতেছিলেন ৪-৬, ৬-৩, ৬-৪ ,৭-৬ (৩) ব্যবধানে। এর সঙ্গেই জিতেছিলেন কেরিয়ারের ২১ নম্বর গ্র্যান্ড স্ল্যাম। অন্যদিকে মহিলাদের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এলেনা রিবাকিনা ও ওন্স জাবেউর। রিবাকিনা সেন্টার কোর্টে ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ৩-৬, ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়ে ছিলেন জাবেউরকে। কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে সিঙ্গলসে গ্র্যান্ড স্ল্যাম জিতে, ইতিহাস লিখেছিলেন ১৭ নম্বর বাছাই। এখানেই শেষ নয়, প্রথম এশিয়ান হিসাবে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েও ইতিহাস লিখেছিলেন রিবাকিনা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.