এক ঝলকে দেখে নিন দুই ফাইনালিস্টের সেরা বোলাররা কেমন ফর্মে আছেন

আর কিছুক্ষণ পরেই শুরু টি২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ম্যাচ তো দেখতে বসবেন। কিন্তু তার আগে দু দলের পরিসংখ্যান দেখে নিন। তাহলে খেলা দেখতে সুবিধা হবে। দেখে নিন, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কেমন ফর্মে আছেন এই টি২০ বিশ্বকাপে।

Updated By: Apr 3, 2016, 03:37 PM IST
এক ঝলকে দেখে নিন দুই ফাইনালিস্টের সেরা বোলাররা কেমন ফর্মে আছেন

ওয়েব ডেস্ক: আর কিছুক্ষণ পরেই শুরু টি২০ বিশ্বকাপের ফাইনাল। মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। ম্যাচ তো দেখতে বসবেন। কিন্তু তার আগে দু দলের পরিসংখ্যান দেখে নিন। তাহলে খেলা দেখতে সুবিধা হবে। দেখে নিন, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কেমন ফর্মে আছেন এই টি২০ বিশ্বকাপে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছেন যাঁরা -

১) আন্দ্রে রাসেল - ৫ ম্যাচে ৮ উইকেট।
 
২) স্যামুয়েল বদ্রী - ৫ ম্যাচে ৭ উইকেট।

৩) ডোয়েন ব্রাভো - ৫ ম্যাচে ৬ উইকেট।

ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছেন যাঁরা -

১) উইলি - ৫ ম্যাচে ৭ উইকেট।

২) জর্ডন - ৫ ম্যাচে ৬ উইকেট।

৩) মইন আলি - ৫ ম্যাচে ৫ উইকেট।

 

.