করোনা যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ ECB-র

করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের নতুন নামকরণ করা হয়েছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 23, 2020, 02:48 PM IST
করোনা যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ ECB-র
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  ইতিমধ্যেই মারণ ভাইরাসে ইংল্যান্ডে তিন লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৪৩ হাজার মানুষের। এই কঠিন পরিস্থিতিতে করোনা আক্রান্তদের সেবায় নিরলস পরিশ্রম করেছেন চিকিত্সক, স্বাস্থ্যকর্মীরা। সকল করোনা যোদ্ধাদের সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

৮ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে ২২ গজে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনা ভাইরাসের কথা মাথায় রেখে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের নতুন নামকরণ করা হয়েছে। এই সিরিজের নাম দেওয়া হয়েছে 'রেইজ দ্য ব্যাট'।

শুধুমাত্র সিরিজের নতুন নাম দেওয়া নয়। বিশেষ উদ্যোগ নিয়েছে ইসিবি। ইংল্যান্ড ক্রিকেটাররা অনুশীলনের সময়  করোনা যোদ্ধাদের নাম লেখা জার্সি পরে মাঠে নামবেন। ইসিবি-র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট থেকে সকলেই।

 

আরও পড়ুন - সাত জন করোনা পজিটিভ; তিন দল নিয়ে ৩৬ ওভারের সলিডারিটি কাপ স্থগিত করল ক্রিকেট সাউথ আফ্রিকা

.