সচিনের `অর্ডার` প্রাপ্তিতে অসন্তুষ্ট হেডেন

সচিনের `অর্ডার অফ অস্ট্রেলিয়া` প্রাপ্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ম্যাথু হেডেন। বুধবার এক রেডিও সাক্ষাৎকারে এই বাঁহাতি জানিয়েছেন সচিন অস্ট্রেলিয়াতে অতন্ত্য জনপ্রিয়। কিন্তু তিনি মনে করেন যে শুধুমাত্র অস্ট্রেলিয়ানরাই এই সম্মান পাওয়ার যোগ্য।

Updated By: Oct 19, 2012, 03:45 PM IST

সচিনের `অর্ডার অফ অস্ট্রেলিয়া` প্রাপ্তি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন অস্ট্রেলিয় ব্যাটসম্যান ম্যাথু হেডেন। বুধবার এক রেডিও সাক্ষাৎকারে এই বাঁহাতি জানিয়েছেন সচিন অস্ট্রেলিয়াতে অতন্ত্য জনপ্রিয়। কিন্তু তিনি মনে করেন যে শুধুমাত্র অস্ট্রেলিয়ানরাই এই সম্মান পাওয়ার যোগ্য।
`` সচিন যদি অস্ট্রেলিয়ার নাগরিক হতেন তাহলে তাঁকে প্রধানমন্ত্রী করলেও আপত্তি ছিলনা, কিন্তু এটা ঘটনা যে সচিন ভারতীয় নাগরিক।`` সাক্ষাৎকারে এই কথা বলেন হেডেন।
গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড তাঁর ভারতীয় সফর চলাকালীন ক্রিকেটে অবিস্মরণীয় অবদানের জন্য সচিন তেন্ডুলকারকে `অর্ডার অফ অস্ট্রেলিয়া` উপাধি দেওয়ার কথা ঘোষণা করেন।
এই প্রসঙ্গে তাঁর মতামত জানতে চাওয়া হলে ৪০ বছরের এই অসি জানান `` আমি মনে করি এই সম্মান শুধুমাত্র অস্ট্রেলিয়নদেরই পাওয়া উচিত। কিছু জিনিস আমাদের দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিৎ।`` এর সঙ্গেই ব্যাঙ্গ করে তিনি বলেন এরপর হয়ত সচিনকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী করে দেওয়া হবে।

.