জেতার পরেও নেইমারের কান্না!
ম্যাচ শেষে কেঁদেই ফেললেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : কোস্তা রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে জয় পেয়েছে ব্রাজিল। রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে হাঁটু গেড়ে বসে পড়লেন নেইমার। দু হাত দিয়ে চোখ ঢেকে কাঁদতে লাগলেন ব্রাজিলের ওয়ান্ডার কিড। নেইমারের কান্নার কারণ কী জানেন?
আরও পড়ুন- কোস্টা রিকাকে ২-০ গোলে হারিয়ে রাশিয়ায় প্রথম জয় পেল ব্রাজিল
রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইত্জারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর সমালোচনার তিরে বিদ্ধ হয়েছিলেন ব্রাজিলিয় তারকা। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে গোল করে সব সমালোচনার জবাব যেন দিয়ে দিলেন নেইমার। সঙ্গে দলের জয়, আবেগ চেপে রাখতে পারেননি। তাই ম্যাচ শেষে কেঁদেই ফেললেন তিনি।
নেইমার নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন, এই কান্না আনন্দের, "এখানে (রাশিয়া) আসার আগে কী কঠিন সময়ের মধ্যে দিয়ে আমার কেটেছে,তা সবাই জানে না। এই কান্না আনন্দের, সমস্যা কাটিয়ে ওঠার এবং জয়ের ইচ্ছা প্রকাশের।"
প্রসঙ্গত কোস্তা রিকার বিরুদ্ধে গোল করে রোমারিওকে টপকে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখন তিন নম্বরে নেইমার। তাঁর গোলসংখ্যা ৫৬।