ধোনির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে সাফাই প্রধান নির্বাচকের

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে সাফাই দিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। একদিনের ক্রিকেট থেকে ধোনির নেতৃত্ব ছাড়ার পর ঝড় উঠেছিল। বহু সংবাদমাধ্যম দাবি করেছিল যে বোর্ডের চাপে নেতৃত্ব ছেড়েছেন ধোনি। দুহাজার উনিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলিকে অধিনায়ক হিসাবে বেশি সময় দিতে চান নির্বাচকরা। তাই ধোনিকে নেতৃত্ব ছাড়তে বলা হয়েছে বলে দাবি করেছিলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বর্মা।  কিন্তু যাবতীয় ধোঁয়াশা উড়িয়ে দিয়ে প্রসাদ জানিয়েছেন নেতৃত্ব ছাড়ার ব্যাপারটা একেবারে ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত। রঞ্জি ট্রফি সেমিফাইনালে ধোনি তাঁকে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে জানিয়েছিলেন বলে দাবি করেছেন নির্বাচক প্রধান। নেতৃত্ব ছেড়ে দিলেও ধোনির কাজ শেষ হয়ে যায়নি বলে বক্তব্য প্রসাদের। কোহলিকে একজন সফল অধিনায়ক করে তুলতে ধোনিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানিয়েছেন।

Updated By: Jan 9, 2017, 11:39 PM IST
ধোনির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে সাফাই প্রধান নির্বাচকের

ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে সাফাই দিলেন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। একদিনের ক্রিকেট থেকে ধোনির নেতৃত্ব ছাড়ার পর ঝড় উঠেছিল। বহু সংবাদমাধ্যম দাবি করেছিল যে বোর্ডের চাপে নেতৃত্ব ছেড়েছেন ধোনি। দুহাজার উনিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলিকে অধিনায়ক হিসাবে বেশি সময় দিতে চান নির্বাচকরা। তাই ধোনিকে নেতৃত্ব ছাড়তে বলা হয়েছে বলে দাবি করেছিলেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বর্মা।  কিন্তু যাবতীয় ধোঁয়াশা উড়িয়ে দিয়ে প্রসাদ জানিয়েছেন নেতৃত্ব ছাড়ার ব্যাপারটা একেবারে ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত। রঞ্জি ট্রফি সেমিফাইনালে ধোনি তাঁকে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে জানিয়েছিলেন বলে দাবি করেছেন নির্বাচক প্রধান। নেতৃত্ব ছেড়ে দিলেও ধোনির কাজ শেষ হয়ে যায়নি বলে বক্তব্য প্রসাদের। কোহলিকে একজন সফল অধিনায়ক করে তুলতে ধোনিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি জানিয়েছেন।

.