West Indies: জিতেছেন জোড়া বিশ্বকাপ, খেলেছেন ৯২৯ ম্যাচ, চরম ভুলে ছ'বছর নিষিদ্ধ!
West Indies Star Marlon Samuels banned from all forms of cricket by ICC for six years: পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি। এবার উইন্ডিজ তারকা মার্লন স্য়ামুয়েলসেকে, চরম ভুলে ছ'বছর নিষিদ্ধ করল আইসিসি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্য় ইন্টারন্য়াশনাল ক্রিকেট কাউন্সিল (The International Cricket Council) ওরফে আইসিসি (ICC) প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে, তারা সবরকমের ক্রিকেট থেকে ছ'বছরের জন্য় নিষিদ্ধ করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ব্যাটার মার্লন স্যামুয়েলসকে (Marlon Samuels)। এখন প্রশ্ন কী অপরাধ বিশ্বকাপ জয়ী প্রাক্তন উইন্ডিজ তারকার? কোন ভুলের শাস্তি পাচ্ছেন তিনি? আইসিসি জানিয়েছে যে, এমিরেটস ক্রিকেট বোর্ড ওরফে ইসিবি-র (Emirates Cricket Board, ECB) অ্যান্টি-করাপশন কোড লঙ্ঘন করেছেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের অগস্ট পর্যন্ত মার্লনের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ এনেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
আরও পড়ুন: Mohammed Shami: 'আমার অভিশাপও কাজ করতে...'! হাসিনের আগুনে পোস্ট, কাকে পোড়ানোর ইঙ্গিত?
দেখে নেওয়া যাক আইসিসি-র যে চার ধারায় অভিযুক্ত মার্লন
১) ২.৪.২ ধারা (সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তে)- তদন্তে নিযুক্ত দুর্নীতি দমন কর্তার কাছে প্রকাশ করতে ব্য়র্থ হওয়া। কোনও রকম উপহার, অর্থপ্রদান, আতিথেয়তা বা অন্যান্য সুবিধা নেওয়া। যা সেই ক্রিকেটার ও খেলাকে অসম্মান করে।
২) ২.৪.৩ ধারায় (সর্বসম্মত সিদ্ধান্তে)- তদন্তে নিযুক্ত দুর্নীতি দমন কর্তার কাছে প্রকাশ করতে ব্য়র্থ হওয়া। এমন কোনও আতিথেয়তা নেওয়া হয়েছে যার মূল্য়ায়ন ৭৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬২ হাজার ৫০৩ টাকা ৩১ পয়সা) বা তার বেশি।
৩) ২.৪.৬ ধায়ায় (সর্বসম্মত সিদ্ধান্তে)- তদন্তে নিযুক্ত দুর্নীতি দমন কর্তাকে তদন্তে সহযোগিতা করতে ব্য়র্থ হওয়া।
৪) ২.৪.৭ ধারায় (সর্বসম্মত সিদ্ধান্তে)- তদন্তে প্রাসঙ্গিক হতে পারে এমন কোনও তথ্য গোপন করে, তদন্তে নিযুক্ত দুর্নীতি দমন কর্তার তদন্তে বাধা দেওয়া বা বিলম্বিত করা।
মার্লন টেস্ট, ওডিআই, টি২০আই, প্রথম শ্রেণি, লিস্টএ ও টি২০ মিলিয়ে ৯২৯ ম্য়াচ খেলেছেন। জাতীয় দলের জার্সিতে ১৮ বছর খেলেছেন। হাঁকিয়েছেন ১৭টি সেঞ্চুরি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্য়াপ্টেনসিও করেছেন। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপ জিতেছে। সেই দুইবারই মার্লন ফাইনালে সবচেয় বেশি রান করেছিলেন।
আরও পড়ুন: Sara Tendulkar: 'ডিপ ফেক' নিয়ে এক্সকে বার্তা সারার, দিলেন শুভমনের সঙ্গে সম্পর্কের আপডেটও!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)