রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা; ট্রফি আসুক বাংলায়, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
ঘরের মাঠে বাংলা ক্রিকেট দলের এমন সাফল্যকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ক্রীড়াক্ষেত্রে বাংলার সোনালী দিন চলছে বলা যেতেই পারে। সে ফুটবল হোক কিংবা ক্রিকেট। একদিকে আই লিগ জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান। অন্যদিকে ১৩ বছর পর ফের রঞ্জিতে ভারত সেরা হওয়ার স্বপ্ন দেখাচ্ছে মনোজ-মুকেশ-ইশানদের বাংলা দল। মঙ্গলবার কর্ণাটককে হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ফাইনালে উঠেছে বাংলা। যার সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স। ঘরের মাঠে বাংলা ক্রিকেট দলের এমন সাফল্যকে কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি অভিমন্যু ঈশ্বরণদের কাছে বাংলায় ট্রফি নিয়ে আসার কথাও বললেন।
মুকেশ কুমারের আগুনে পেসে মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনের সকালেই শেষ কর্ণাটকের দ্বিতীয় ইনিংস। ৩৫২ রান তাড়া করতে নেমে ১৭৭ রানেই গুটিয়ে যায় কর্ণাটকের দ্বিতীয় ইনিংস। ১৭৪ রানে ম্যাচ জিতে নেয় বাংলা। অনুষ্টুপ মজুমদারের ১৪৯ রানের দুরন্ত ইনিংসই খাদের কিনারা থেকে বাংলাকে টেনে তোলেন। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। বাংলার এমন সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, "রঞ্জি ট্রফির ফাইনালে ওঠার জন্য বাংলা দলকে অভিনন্দন। ২০০৬-০৭ মরশুমের পর আবার ফাইনালে উঠল বাংলা। আশা করব এবার তোমরা ঘরে ট্রফি নিয়ে আসবে।"
Congratulations to the #Bengal team for reaching the #RanjiTrophy final, for the first time since 2006-07. Hope you bring home the trophy this time
#CricketAssociationofBengal
— Mamata Banerjee (@MamataOfficial) March 3, 2020
সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বার্তা বাংলা অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে পৌঁছে দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ব্যক্তিগতভাবে অভিমন্যুকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন - কর্ণাটককে হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ফাইনালে বাংলা, সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স