এমবাপেকে শুভেচ্ছা পেলের
এমবাপে গোল করার সঙ্গে সঙ্গেই '৫৮ বিশ্বকাপের স্মৃতি ফিরে এল মস্কোতে।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ ফাইনালে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে নাম লিখিয়েছেন তরুণ ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এরপর টুইটে ফরাসি তারকাকে শুভেচ্ছা জানালেন ব্রাজিলিয় কিংবদন্তি।
আরও পড়ুন - মস্কোতে পেলেকে স্পর্শ করলেন এমবেপে
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের ফাইনালে গোল করেন পেলে। ৬০ বছর পর রাশিয়া বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় তরুণ হিসেবে ১৯ বছর বয়সে গোল করে পেলের পাশে নাম লেখান এমবাপে। রবিবার বিশ্বকাপ ফাইনালের ৬৫ মিনিটে এমবাপে গোল করার সঙ্গে সঙ্গেই '৫৮ বিশ্বকাপের স্মৃতি ফিরে এল মস্কোতে। এমবাপের গোলের পরেই টুইট করেন স্বয়ং পেলে। টুইটে তিনি লিখেছেন, "দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করার ক্লাবে তোমাকে স্বাগত এমবাপে। তোমাকে নিজের সঙ্গী হিসেবে পেয়ে আপ্লুত।"
Only the second teenager to have scored a goal in a #WorldCupFinal! Welcome to the club, @KMbappe - it's great to have some company! // O segundo adolescente a marcar um gol em uma final de #CopaDoMundo! Bem-vindo ao clube, Kylian - é ótimo ter a sua companhia! https://t.co/g8b2gLTy7B
— Pelé (@Pele) July 15, 2018
পাশাপাশি মজার ছলে পেলে বলেন," যদি এইভাবে এমবাপে আমার রেকর্ড ছুঁয়ে ফেলে, তাহলে তো আমাকে আবার বুট থেকে ধুলো ঝেড়ে ফেলতে হবে ..." এমবাপে যেন আবার মাঠে নামার কথা মনে করিয়ে দিয়েছেন পেলেকে।
If Kylian keeps equalling my records like this I may have to dust my boots off again... // Se o @KMbappe continuar a igualar os meus records assim, eu vou ter que tirar a poeira das minhas chuteiras novamente...#WorldCupFinal https://t.co/GYWfMxPn7p
— Pelé (@Pele) July 15, 2018
তবে কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলার তালিকায় এমবাপে তৃতীয় স্থানে। ১৯৫৮ বিশ্বকাপে পেলে, ১৯৮২ বিশ্বকাপে গিসেপে বার্হোমি এবং ২০১৮ সালে কিলিয়ান এমবাপে। এই তিন কনিষ্ঠ ফুটবলার বিশ্বকাপ ফাইনাল খেললেও গোল পাননি একমাত্র বার্হোমি। ১৯৮২ সালে ইতালি বিশ্বকাপ জিতলেও ফাইনালে গোল আসেনি বার্হোমির পা থেকে।