অদ্ভুত! স্টাম্প মাইক্রোফোন বাঁচাল রান আউট থেকে, দেখুন ভিডিয়ো
বিশ্ব ক্রিকেটে সত্যিই অদ্ভুত ঘটনা
নিজস্ব প্রতিবেদন: বিশ্ব ক্রিকেটে সত্যিই অদ্ভুত ঘটনা। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মেগ ল্যানিংকে রান আউট হওয়া থেকে বাঁচাল স্টাম্প মাইক্রোফোন।
বুধবার মেলবোর্নে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৪ তম ওভারে অরুন্ধতী রেড্ডির বল মিড অফে ঠেলেই রান নেওয়ার জন্য দৌড় দেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। উইকেট লক্ষ্য করে বল ছোঁড়েন শিখা পাণ্ডে। তারপর ...
Stump-mic cables deny a run-out!
Yes, go figure #AUSvINDpic.twitter.com/KWKPIyupgb
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 12, 2020
কিন্তু তা উইকেটে লাগার আগেই স্টাম্প মাইক্রোফোনের বক্সে লাগে এবং অন্যদিকে চলে যায়। ফলে রান আউট হওয়া থেকে বেঁচে যান ল্যানিং। এমন অদ্ভুত কাণ্ড দেখে তো সবাই অবাক!
আরও পড়ুন - টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ধাক্কা! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার ভারতের