Watch: মাঠে সেঞ্চুরি হাঁকালেন Jason Roy, ডাগআউটে বসে ভাইরাল হলেন Viv Richards!

ভিভের প্রতিক্রিয়ায় মজলেন ফ্যানরা!

Updated By: Feb 9, 2022, 12:22 PM IST
Watch: মাঠে সেঞ্চুরি হাঁকালেন Jason Roy, ডাগআউটে বসে ভাইরাল হলেন Viv Richards!
জেসন রয়ের ছয়ে ভিভের প্রতিক্রিয়া ভাইরাল!

নিজস্ব প্রতিবেদন: চলতি পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League, PSL) বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনামে এসেছেন জেসন রয় (Jason Roy)। লিগের ১৫ নম্বর ম্যাচে করাচিতে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দারস ও কুয়েতা গ্ল্যাডিয়েটরস (Lahore Qalandars vs Quetta Gladiators)। গ্ল্যাডিয়েটরসের জার্সিতে ব্রিটিশ ওপেনার ব্যাট হাতে মাঠ শাসন করলেন ঠিকই, কিন্তু ডাগআউটে বসে ভাইরাল হয়ে গেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস (Viv Richards)।

ম্যাচে লাহোর কালান্দারসের ২০৪ রান তাড়া করছিল কুয়েতা গ্ল্যাডিয়েটরস। ওপেন করতে নেমেছিলেন জেসন রয় ও আহসান আলি। জেসন রয় ধ্বংসলীলা চালান করাচিতে। ৫৭ বলে ১১৬ রানের আগুনে ইনিংস খেলেন তিনি। রয় ঝড়ে তিন বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় তাঁর দল। রশিদ খান ও শাহিন শাহ আফ্রিদির মতো বিশ্ববন্দিত বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন রয়। তাঁদের বল বারবার গ্যালারিতে পাঠিয়েছেন ইংরেজ মারকুটে ব্যাটার। ১১টি চার ও ৮টি ছয় হাঁকান রয়।

আরও পড়ুন: Wriddhiman Saha: অচিরেই থমকে গেল ঋদ্ধিমান সাহার আন্তর্জাতিক কেরিয়ার! কিন্তু কেন?

গ্ল্যাডিয়েটরসের ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ছয় হাঁকিয়ে দলের ৫০ রান তুলে আনেন রয়। এই ছয় দেখে ভিভ যেভাবে ঘাড় নাড়িয়ে রয়ের খেলার স্বীকৃতি দিলেন, তা দেখে নেট দুনিয়ায় ঝড় উঠে গিয়েছে। রয়ের দলের সাপোর্ট স্টাফ হিসাবে ভিভ রয়েছেন পিএসএলে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.