জনতা কার্ফু: ছোট্ট সামাইরার সঙ্গে ক্রিকেট খেললেন ঘরবন্দি রোহিত শর্মা, দেখুন ভিডিয়ো
রবিবার গোটা দেশেই পালিত হল জনতা কার্ফু। এদিন বাড়ি থেকে বের হননি কেউই
নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় দেশের মানুষ যেভাবে সাড়া দিয়েছেন তাতে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গোটা দেশেই পালিত হল জনতা কার্ফু। এদিন বাড়ি থেকে বের হননি কেউই। বরং বিকেল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে হাততালি দিয়ে, কাঁসর বাজিয়ে উত্সাহ দিয়েছেন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত স্বাস্থ্যকর্মীদের জন্য।
করোনাভাইরাসের আতঙ্ক সব লন্ডভন্ড করে দিয়েছে। স্তব্ধ গোটা দেশ। বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএলও। স্থগিত ঘরোয়া ক্রিকেটও। মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে ক্রিকেটাররাও গৃহবন্দী হয়ে পড়েছেন।
জনতা কার্ফুর দিন রবিবার ঘরবন্দি রোহিত শর্মা কী করেছেন জানেন? দেখুন ভিডিয়ো ...
করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে রবিবার দেশজুড়ে ১৪ ঘণ্টার জনতা কার্ফুতে মেয়ের সঙ্গে ব্যাট হাতে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। ছোট্ট সামাইরার সঙ্গে ব্যাট হাতে স্ট্রেট ড্রাইভ করলেন হিটম্যান.... তারপর সে কি হাসি ছোট্ট সামাইরার! যেন আহ্লাদে আটখানা ...
আরও পড়ুন - করোনায় ঘর বন্দি; বাড়িতেই শরীরচর্চা করুন, ক্রিকেটারদের ফিটনেস টিপস্ দিলেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ