Chess Olympiad: ঐতিহাসিক মশাল দৌড়ের দিন প্রধানমন্ত্রী দাবা খেললেন হাম্পির সঙ্গে, ভিডিও ভাইরাল
এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল ভারত। রবিবার দেশের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪ তম দাবা অলিম্পিয়াডের মশাল দৌড়ের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল ভারত। রবিবার দেশের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ৪৪ তম দাবা অলিম্পিয়াডের (44th Chess Olympiad) মশাল দৌড়ের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দাবা অলিম্পিক্সের ঐতিহ্য 'টর্চ রিলে' বা মশাল দৌড়। দাবার অলিম্পিয়াডে অতীতে কখনও মশাল দৌড় দেখা যায়নি। আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডে-র (FIDE) আয়োজনে এই প্রথম হল এমনটা। সাক্ষী থাকল ভারত।
এবার এই মশাল ৪০ দিন ধরে ৭৫টি শহরে ঘুরবে। আগামী ২৮ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত মহাবলীপুরমে বসবে দাবার অলিম্পিয়াডের আসর। এদিন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। মোদী এদিন ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পির (Koneru Humpy) সঙ্গে দাবাও খেলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। মোদী জানিয়েছেন যে দাবার জন্মস্থলে ফের দাবা ফিরল। এর চেয়ে ভাল কিছু হতে পারে না।
আরও পড়ুন: Roshan Mahanama: দেশবাসীর চরম সঙ্কটে রাস্তায় শ্রীলঙ্কার কিংবদন্তি! মানুষের সেবায় বিলি করছেন খাবার
আরও পড়ুন: Sachin Tendulkar: ছেলের হাতে বানানো ডিমের এই রেসিপি পৃথিবীর সেরা পদ! বলছেন বাবা