Neeraj Chopra Receives Padma Shri: 'সোনার ছেলে' পেলেন পদ্মশ্রী পুরস্কার-WATCH
অলিম্পিক্স সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) পেলেন পদ্মশ্রী (Padma Shri)।
নিজস্ব প্রতিবেদন: ভারতের অলিম্পিক্স (Tokyo Olympics 2020) সোনা জয়ী অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) সম্মানিত হলেন পদ্মশ্রী (Padma Shri) পুরস্কারে। শনিবার সন্ধ্যায় রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ (Ram Nath Kovind) নীরজের হাতে তুলে দেন ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান। চলতি বছর জানুয়ারি মাসে কোভিন্দের হাত থেকে রাষ্ট্রপতি ভবনে নীরজ পেয়েছিলেন পরম বিশিষ্ট সেবা পদক (Param Vishisht Seva Medal)।
President Kovind presents Padma Shri to Shri Neeraj Chopra for Sports. He is the first Track & Field athlete to win a gold medal for India at the Olympic games. pic.twitter.com/aLqmYUDO6a
(@rashtrapatibhvn) March 28, 2022
Tokyo Olympic Gold medallist Neeraj Chopra receives Padma Shri award from President Ram Nath Kovind pic.twitter.com/S1NLkkc2J7
(@ANI) March 28, 2022
গত ৭ অগাস্ট সন্ধ্যায় এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী ছিল ভারত ও গোটা বিশ্ব। জীবনের প্রথম অলিম্পিক্সেই জ্যাভলিনে সোনা ছিনিয়ে নেন নীরজ। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত দক্ষতায় অলিম্পিক্স থেকে সোনা জেতার নজির গড়েছিলেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের কেউ সেই রেকর্ড করে।
আরও পড়ুন: IPL vs PSL: 'পিএসএল করে পাক ক্রিকেটের কোনও লাভ হয়নি'! আইপিএলের ভূয়সী প্রশংসায় Danish Kaneria
আরও পড়ুন: IPL 2022: Dhoni-কে ছাপিয়ে যেতে চান Hardik! মাঠে নামার আগে জানালেন GT ক্যাপ্টেন