বাউন্সারের আঘাতের জবাব বাউন্ডারি পার (ভিডিও)
আইপিএলের ফর্ম সিপিএলেও দেখা যাচ্ছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডেভিলিয়ার্সকে। শুধু স্ট্রাইক রেট, চার-ছক্কা, বড় রান নয় ডেভিলিয়ার্স মানে আরও অনেক কিছু। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সিপিএলে বেশ কিছু অনবদ্য ইনিংস খেলেছেন, কিন্তু সেব ইনিংস ছাড়িয়ে এই ঘটনাটা সবার নজর কেড়েছে।
ওয়েব ডেস্ক: আইপিএলের ফর্ম সিপিএলেও দেখা যাচ্ছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডেভিলিয়ার্সকে। শুধু স্ট্রাইক রেট, চার-ছক্কা, বড় রান নয় ডেভিলিয়ার্স মানে আরও অনেক কিছু। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে সিপিএলে বেশ কিছু অনবদ্য ইনিংস খেলেছেন, কিন্তু সেব ইনিংস ছাড়িয়ে এই ঘটনাটা সবার নজর কেড়েছে।
আরও পড়ুন- এ বি ডেভিলিয়ার্স আসলে কে?
আরও পড়ুন- দল থেকে বাদ পড়লেন এই তারকা ক্রিকেটার
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের বিরুদ্ধে ম্যাচে এক তরুণ বোলারকে ব্যাটসম্যানকে ভাল শিক্ষা দেন এবি। ৩২ বছরের এবি-কে ঘাতক বাউন্সারে জখম করেন ও.ইন্ডিজ অনুর্ধ্ব ১৯ দলের পেসার আলজারি জোসেফ। জোসেফের বাউন্সার এসে লাগে এবি-র মাথায়। তারপর..হ্যাঁ, তারপরের বলেই ছক্কা...এর থেকে ভাল শিক্ষা আর কী হতে পারে..
দেখুন সেই ভিডিও