'আলু' বলে ডাকায় মারামারি করেছিলেন ইনজামাম! না, আসল কারণ আজহারের স্ত্রী

এতদিন পর সেই কথা জানালেন ওয়াকার।

Updated By: Jul 18, 2020, 12:00 PM IST
'আলু' বলে ডাকায় মারামারি করেছিলেন ইনজামাম! না, আসল কারণ আজহারের স্ত্রী

নিজস্ব প্রতিবেদন- সেই সময় ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র লড়াই হত। কিন্তু সেটা মাঠে। মাঠের বাইরে দুই দেশের তারকারা একের অপরের বন্ধু ছিলেন। সেসব অনেকদিন আগেকার কথা। ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা সেই সময় একে অপরের পাশে দাঁড়াতেন। ১৯৯৭ সালের একটি ঘটনার কথা বলছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিস। অনেকেই জানেন, সেদিন এক দর্শক পাকিস্তানের ইনজামাম উল হককে বারবার আলু বলে ডাকছিলেন। সেই জন্য ইনজি একটা সময় রেগে গিয়ে ওই সমর্থককে মারতে যান। ব্যাট নিয়ে সেই দর্শকের দিকে তেড়ে গিয়েছিলেন ইনজি। সেদিন মাঠেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল। তবে সেদিন আলু বলে ডাকায় রেগে যাননি ইনজি। আসল কারণ ছিল অন্য। এতদিন পর সেই কথা জানালেন ওয়াকার।

ওয়াকার বলছিলেন, ''১৯৯৭ সালে টরোন্টোয় ম্যাচ চলছিল। স্ট্যান্ড-এর এক দিক থেকে ইনজিকে কয়েকজন বারবার আলু বলে ডাকছিল। ইনজি তাতে প্রতিক্রিয়া দেয়নি। ও শুধু ক্যাপ্টেনকে বলে নিজের ফিল্ডিং পজিশন বদলে নিয়েছিল। সেদিন কয়েকজন দর্শক বাড়াবাড়ি করছিলেন। তার পর হঠাত্ দেখলাম ইনজি ডাগ আউটে থাকা একজনে ব্যাট নিয়ে আসতে বলল। ওই ব্যাট নিয়ে ইনজি তেড়ে গিয়েছিল ওই দর্শকের দিকে। তার পর ওকে টেনে মাঠে নিয়ে আসে ইনজামাম। আমরা সবাই এগিয়ে যাই। ইনজি জানিয়েছিল, ওই দর্শক আজহারুদ্দিনের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছিল। ওই জন্যই ইনজি ওকে মারতে গিয়েছিল। ওই সময় দুই দেশের ক্রিকেটাররা একে অপরের পাশে থাকত। মাঠের লড়াই মাঠে। মাঠের বাইরে আমাদের সবার মধ্যে ভাল সম্পর্ক ছিল।''

আরও পড়ুন-  একসঙ্গে খেলবে তিন দল! আজ ক্রিকেটের ইতিহাস বদলে দেওয়া ম্যাচ, জেনে নিন কোথায় দেখবেন

ওই ঘটনার পর ইনজিকে দুই ম্যাচ নির্বাসনের শাস্তি ভোগ করতে হয়েছিল। এমনকী মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি হয়েছিল। ইনজি পরে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। তবে ক্রিকেট জগতের অনেকেই জানেন, সেদিন তাঁকে আলু বলে ডাকায় ইনজি চটেছিলেন। আসল ঘটনা এতদিন পর তুলে ধরলেন ওয়াকার ইউনিস।  

.