কমেন্ট্রি বক্স থেকে ভিশন টোয়েন্টি-টোয়েন্টিতে, ভিভিএসের আসল লক্ষ্য সৈয়দ মুস্তাক আলি ট্রফি

রবিবার ছিলেন ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের কমেন্ট্রি বক্সে। আর সোমবার সকালেই ভিভিএস লক্ষ্মণ নেমে পড়লেন সিএবির ভিশন টোয়েন্টি-টোয়েন্টির প্রশিক্ষণে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের আসল লক্ষ্য আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আরও পড়ুন- ম্যাচ হারলেও প্রাপ্তি অনেক, অধিনায়ক হিসেবে প্রথম একদিনের সিরিজ জয়ের পর বললনে বিরাট  

Updated By: Jan 23, 2017, 10:58 PM IST
কমেন্ট্রি বক্স থেকে ভিশন টোয়েন্টি-টোয়েন্টিতে, ভিভিএসের আসল লক্ষ্য সৈয়দ মুস্তাক আলি ট্রফি

ওয়েব ডেস্ক: রবিবার ছিলেন ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের কমেন্ট্রি বক্সে। আর সোমবার সকালেই ভিভিএস লক্ষ্মণ নেমে পড়লেন সিএবির ভিশন টোয়েন্টি-টোয়েন্টির প্রশিক্ষণে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটারের আসল লক্ষ্য আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আরও পড়ুন- ম্যাচ হারলেও প্রাপ্তি অনেক, অধিনায়ক হিসেবে প্রথম একদিনের সিরিজ জয়ের পর বললনে বিরাট  

 

বোর্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগে বাংলার তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়াটাই ছিল লক্ষ্মণের লক্ষ্য। ঋত্বিকদের নেটে বেশ কিছু টিপস দেন ভিভিএস। স্পিনারদের সামলানোর কৌশল নিয়েই এদিনের বিশেষ অনুশীলন সারেন তিনি। পাশাপাশি ফুটওয়ার্কের উপরও একটি সেশন ব্যয় করেন লক্ষ্মণ। আরও পড়ুন- রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে শিখর ধাওয়ানকেই চাইছেন গাভাসকর 

.