ম্যাচ হারলেও প্রাপ্তি অনেক, অধিনায়ক হিসেবে প্রথম একদিনের সিরিজ জয়ের পর বললনে বিরাট
ভারত অধিনায়ক বিরাট কোহলি। এমএস ধোনি নেতৃত্ব ছাড়ার পর প্রথমবার একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিলেন বিরাট। রবিবার ইডেনে হারলেও সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কুম্বলে ব্রিগেডের জন্য এটাই ছিল শেষ একদিনের সিরিজ। সিরিজ শেষে দলের পারফরম্যান্সের ময়নাতদন্তে অধিনায়কের কাছে প্রাপ্তি অনেক। এমনই দাবি বিরাট কোহলির।
ব্যুরো: ভারত অধিনায়ক বিরাট কোহলি। এমএস ধোনি নেতৃত্ব ছাড়ার পর প্রথমবার একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিলেন বিরাট। রবিবার ইডেনে হারলেও সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কুম্বলে ব্রিগেডের জন্য এটাই ছিল শেষ একদিনের সিরিজ। সিরিজ শেষে দলের পারফরম্যান্সের ময়নাতদন্তে অধিনায়কের কাছে প্রাপ্তি অনেক। এমনই দাবি বিরাট কোহলির।
অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি ব্যাটিং-এ নতুনরা যে ভাবে নিজেদের তুলে ধরেছেন সেটাও আত্মবিশ্বাস বাড়িয়েছে কোহলির। আপাতত কোনও একদিনের ম্যাচ নেই। ছাব্বিশ জানুয়ারি থেকে কানপুরে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
I got a signed ball from @msdhoni, says @imVkohli to @RajalArora as he reflects on India's 2-1 series win. #INDvENG https://t.co/E8tQhSwnhL pic.twitter.com/aEG9dpu2su
— BCCI (@BCCI) January 23, 2017