আমি তিন নম্বরেই ব্যাট করতে চাই: বিরাট

নিজের পছন্দের জায়গা তিন নম্বরেই সারা বিশ্বকাপ ব্যাট করতে চান বিরাট কোহলি।

Updated By: Feb 21, 2015, 04:24 PM IST
আমি তিন নম্বরেই ব্যাট করতে চাই: বিরাট

ওয়েব ডেস্ক: নিজের পছন্দের জায়গা তিন নম্বরেই সারা বিশ্বকাপ ব্যাট করতে চান বিরাট কোহলি।

 দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেই কথাই  জানালেন এই মূহুর্তে ভারতের এক নম্বর ব্যাটসম্যান ।

 ডিভিলিয়ার্সদের মুখোমুখি হওয়ার আগের দিন ধোনির পরিবর্তে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন টিম ইন্ডিয়ার  সহ-অধিনায়ক বিরাট। সেখানে কোহলি জানান দেশের হয়ে অনেক ম্যাচ খেলার পর  এখন তার ব্যাটিং পজিশন নিয়ে পরীক্ষা করার মানে হয় না।

 সোজাসাপটা কথাবার্তায় কোহলি বুঝিয়ে দেন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সাফল্য পেতে হলে প্রথম তিনজন ব্যাটসম্যানের মধ্যে একজনকে পুরো ইনিংস ব্যাট করতে হবে। বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজে কোনও কোনও ম্যাচে চার নম্বরে ব্যাট করেন কোহলি। মেগা ইভেন্টে কোহলির ব্যাটিং পজিশন কি হবে সেই নিয়ে দলের অন্দরে বিস্তর জলঘোলা হয়।

 তার ব্যাটিং ওর্ডার নিয়ে পরীক্ষা হলেও টিম ম্যানেজমেন্টের পাশেই দাঁড়িয়েছেন  কোহলি।  

virat wants to bat on no 3

.