আফ্রিকার দক্ষিণা হওয়ায় কাত হবে ভারতের অশ্বমেধ, মত উড়ন্ত পাখির

ভারতের বিজয়রথকে বেগ দেবে দক্ষিণ আফ্রিকা, মত পৃথিবীর ইতিহাসে সেরা ফিল্ডার জন্টি রোডসের।

Updated By: Feb 21, 2015, 05:05 PM IST
আফ্রিকার দক্ষিণা হওয়ায় কাত হবে ভারতের অশ্বমেধ, মত উড়ন্ত পাখির

ওয়েব ডেস্ক: ভারতের বিজয়রথকে বেগ দেবে দক্ষিণ আফ্রিকা, মত পৃথিবীর ইতিহাসে সেরা ফিল্ডার জন্টি রোডসের।

ভারত বিশ্বকাপ অভিযান শুরু করেছে জয় দিয়ে। প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে  বিরাট জয় পেয়েছে ভারত।  সেই জয়ের রথ থামাবে প্রোটিয়াসরা।

রোডস মনে করছেন দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের থেকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ। আফ্রিকান দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং পাকিস্তানের থেকে অনেক উচ্চমানের, শুধু তাই নয়, ভারতের বিশ্বকাপ দলের থেকে অনেকটাই এগিয়ে  এ বি ডিভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা, এমনটাই মনে করছেন   জন্টি রোডস।    

রবিবার মেলবোর্নে মুখোমুখি হবে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও চোকার্স আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে ভারতকে যেমন পাকিস্তান এখনও হারাতে পারেনি, তেমনি দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি ভারত।

ডেইল স্টেইন, মর্নি মর্কেল, ওয়েন পার্নেল, ফিলান্ডার দক্ষিণ আফ্রিকা দলের বোলিং শক্তি। তেমনি ব্যাটিং লাইন আপে রয়েছেন মিলার, ডি কক, আমলা।  প্রোটিয়াস অধিনায়ক ডিভিলিয়ার্স নিজেও রয়েছেন দূর্দান্ত ফর্মে।

পাকিস্তান ম্যাচে রানে  ফিরেছেন শিখর ধাওয়ান। স্বপ্নের ব্যাটিং ফর্মে রয়েছন কোহলি। রান পেয়েছেন রায়না।

তবে আফ্রিকার বোলিং, পেস বাউন্স সুইং বিপদে ফেলবে ভারতের ব্যাটিং ব্যাক বোনকে, মত রোডসের।  

 

.