ক্রিকেটে গড়াপেটা কোনওভাবেই রোখা সম্ভব নয়, বললেন বিরাট কোহলি

  ক্রিকেটে গড়াপেটা কোনওভাবেই রোখা সম্ভব নয়। পরিস্কার জানিয়ে দিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের এই মন্তব্যের জেরে তৈরি হল নয়া বিতর্ক। কারন কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন যারা গড়াপেটা করবেন তাদের  দশ বছরের জেল হওয়া উচিত। তিনি সংসদে এর জন্য নয়া বিল তৈরির প্রস্তাবও দেবেন।

Updated By: May 6, 2016, 04:37 PM IST
ক্রিকেটে গড়াপেটা কোনওভাবেই রোখা সম্ভব নয়, বললেন বিরাট কোহলি

ওয়েব ডেস্ক:  ক্রিকেটে গড়াপেটা কোনওভাবেই রোখা সম্ভব নয়। পরিস্কার জানিয়ে দিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের এই মন্তব্যের জেরে তৈরি হল নয়া বিতর্ক। কারন কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন যারা গড়াপেটা করবেন তাদের  দশ বছরের জেল হওয়া উচিত। তিনি সংসদে এর জন্য নয়া বিল তৈরির প্রস্তাবও দেবেন।

কিন্তু কোহলি বলেন যতই কড়া শাস্তির বিধান তৈরি হোক না কেন গড়াপেটার প্রবণতা রোধ করা খুব কঠিন। তার মতে এটা পুরোটাই নির্ভর করে একজন ক্রিকেটারের উপর। যে কোনও ক্রিকেট সংস্থার কর্তারাই চেষ্টা করবেন এরকম অপরাধ বন্ধ করার। কিন্তু যারা স্বেচ্ছায় এই অপরাধে জড়াবেন বলে ঠিক করে নেন তারা কোনও শাস্তিরই পরোয়া করেন না।
                                      

.