Virat Kohli's 100th Test: কিং কোহলি-কে 'গার্ড অফ অনার' দিল Rohit Sharma-র Team India
বিরাট সম্মান।
নিজস্ব প্রতিবেদন: শততম টেস্ট খেলতে নামার আগে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছ থেকে বিশেষ পুরষ্কার নিয়েছিলেন। এ বার দ্বিতীয় দিন ফিল্ডিং করতে নামার আগে সতীর্থদের কাছ থেকে 'গার্ড অফ অনার' পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। সতীর্থদের থেকে প্রাপ্ত এই সম্মানে উচ্ছ্বসিত তো বটেই, খানিকটা লজ্জিতও দেখায় কোহলিকে। মাথা নিচু করে তিনি সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে করমর্দন করে তাঁকে আলাদাভাবে ধন্যবাদ জানাতেও দেখা যায় কোহলিকে।
শততম ম্যাচে কোহলি প্রথম ইনিংসে ৪৫ রান করেন, ভারত প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। দ্বিতীয় ইনিংসে কোহিল আর ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পান কি না, এখন সেটাই দেখার। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ নম্বর ভারতীয় হিসাবে নিজের শততম টেস্ট খেলছেন কোহলি। প্রাক্তন অধিনায়কের এই মাইলস্টোন ম্যাচের আগে থেকেই প্রাক্তন ও বর্তমান তারকারা কোহলিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন। এ বার ভারতীয় দলও বিশেষ সম্মান জানাল কোহলিকে।
The smile on @imVkohli's face says it all.#TeamIndia give him a Guard of Honour on his landmark Test.#VK100 @Paytm #INDvSL pic.twitter.com/Nwn8ReLNUV
— BCCI (@BCCI) March 5, 2022
BCCI (@BCCI) March 5, 2022
প্রথম দিনে ব্যাট করতে নামার সময় মোহালির দর্শকরা ‘কোহলি কোহলি’ জয়ধ্বনিতে মাঠ মুখরিত করে তোলে। ম্যাচের আগে হেড কোচ দ্রাবিড়ের হাত দিয়ে বিশেষ স্মারকও দেওয়া কোহলিকে। এবার দ্বিতীয় দিনে ভারতীয় দল বোলিং করতে নামলে কোহলিকে ‘গার্ড অফ অনার’ দিয়ে মাঠে স্বাগত জানালেন রোহিত শর্মাসহ গোটা ভারতীয় দল। কোহলি আগে মাঠে নেমে গেলেও অধিনায়ক রোহিত তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়ার অনুরোধ করেছিলেন।
আরও পড়ুন: Shane Warne Passes Away: যৌন কেলেঙ্কারি থেকে বেটিং বিতর্ক, নানা রূপে ক্রিকেটের 'দিয়েগো মারাদোনা'
আরও পড়ুন: Shane Warne Passes Away: দুরন্ত শতরান করে প্রিয় 'ওয়ার্নি'কে স্মরণ করলেন 'রকস্টার' Ravindra Jadeja