নৈতিকতার জন্য কোটি কোটি টাকা ছেড়ে দিলেন বিরাট কোহলি!
ওয়েব ডেস্ক: ক্রিকেট মাঠে তিনি একের পর এক নজির গড়ে চলেছেন প্রতিনিয়ত। এবার দেশের যুবসমাজের সামনেও দৃষ্টান্তমূলক কাজ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২৮ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গে পেপসিকো-র চুক্তি ছিল ছ'বছরের। সেই চুক্তি শেষ হয়ে গিয়েছে চলতি বছর। এই চুক্তিকে আর বাড়িয়ে নিয়ে যেতে রাজি হননি ভারত অধিনায়ক। আসলে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, এখন থেকে এমন কোনও পন্যের বিজ্ঞাপন তিনি করবেন না, যে পন্য তিনি নিজে ব্যবহার করেন না, বা, ব্যবহার করে সন্তুষ্ট নন। একটি সাক্ষাতকারে বিরাট কোহলি বলেছেন, 'সবকিছুতেই আমি প্রথমে নিজেকে জিজ্ঞেস করি। আমি কি এটায় সন্তুষ্ট? যদি হই, তবেই তা অন্যদের করতে বলি।'
আরও পড়ুন সাত সকালেই স্টেডিয়ামে পাওয়া গেল দুই ক্রিকেট কোচের মৃতদেহ!
বিরাট কোহলি আরও বলেছেন, 'সত্যিই তো। যদি কোনও পন্য আমি নিজে ব্যবহারই না করি, তাহলে সেটা অন্যদের ব্যবহার করার জন্য উতসাহ দেব কেন? আমি শুধু টাকা পাবো, এই চিন্তাধারা নিয়ে থাকি না।' সত্যিই, দেশের মানুষের কাছে, নিজেকে এক বিরাট উচ্চতায় তুলে নিয়ে গেলেন কোহলি। শুধুই নৈতিকতার জন্য কোটি কোটি টাকার বিজ্ঞাপনও ছেড়ে দিলেন তিনি।
আরও পড়ুন যে পাঁচ ভারতীয় ক্রিকেটারকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকবে অস্ট্রেলিয়া