মেলবোর্নে সচিন-দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি বিরাট কোহলির সামনে

বক্সিং ডে টেস্টে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ রয়েছে বিরাটের সামনে।

Updated By: Dec 24, 2018, 02:44 PM IST
মেলবোর্নে সচিন-দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি বিরাট কোহলির সামনে
ছবি সৌজন্যে : টুইটার (বিসিসিআই)

নিজস্ব প্রতিবেদন :  অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে অ্যাডিলেডে বড় রান না পেলেও পারথে দ্বিতীয় টেস্টে রান পেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের ২৫ তম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন বিরাট। মেলবোর্নে তৃতীয় টেস্টে নামার আগে আরও একটা রেকর্ডের হাতছানি ব্যাটসম্যান বিরাট কোহলির সামনে। আর ৮২ রান করলেই রাহুল দ্রাবিড়কে টপকে যাবেন কোহলি।

আরও পড়ুন - মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বাদ পড়তে পারেন দুই ওপেনার রাহুল-বিজয়!

এক ক্যালেন্ডার বর্ষে বিদেশের মাটিতে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে রাহুল দ্রাবিড়ের দখলে। ২০০২ সালে বিদেশের মাটিতে মোট ১১৩৭ রান করেন রাহুল দ্রাবিড়। ১৯৮৩ সালে মহিন্দর অমরনাথ করেছিলেন মোট ১০৬৫ রান। ১৯ বছর পর সেই রান টপকে যান দ্রাবিড়। ১৬ বছর পর এবার দ্রাবিড়ের সেই রান টপকে যাওয়ার হাতছানি কোহলির সামনে। ২০১৮ সালে এখন পর্যন্ত ১০৫৬ রান করেছেন বিরাট কোহলি। মেলবোর্নে দুই ইনিংস মিলিয়ে আর ৮২ রান করতে পারলেই রাহুল দ্রাবিড়কে টপকে যাবেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন - মেলবোর্নের পিচে ঘাস দেখে বোকা বনে যাবেন না, সতর্ক করলেন হ্যারিস

পারথে শতরান করে সচিন তেন্ডুলকরকে স্পর্শ করেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে ৬টি টেস্ট সেঞ্চুরি করেছেন বিরাট এবং সচিন দুজনেই। মেলবোর্নে শতরান করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে সচিনকে টপকে যাবেন বিরাট। তাই বক্সিং ডে টেস্টে এক ঢিলে দুই পাখি মারার সুযোগ রয়েছে বিরাটের সামনে। একটা সেঞ্চুরি করতে পারলেই বছরের শেষে সচিন-রাহুলকে টপকে যাওয়ার হাতছানি বিরাট কোহলির সামনে।  

.