বাইশ গজের মেলার নাগরদোলায় এখন উতরাইয়ে কোহলি

একেই বলে বাইশ গজের জীবনে। আজ তুমি রাজ তো কাল তুমি ফকির হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। ডন ব্র্যাডম্যান একটা টেস্টের দু ইনিংসেই ডাবল সেঞ্চুরি করার পরশূন্য রানে আউট হয়েছিলেন। ক্রিকেট এমনই নিষ্ঠুর। সেটাই এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন বিরাট কোহলি।

Updated By: Mar 6, 2014, 08:20 PM IST

একেই বলে বাইশ গজের জীবনে। আজ তুমি রাজ তো কাল তুমি ফকির হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। ডন ব্র্যাডম্যান একটা টেস্টের দু ইনিংসেই ডাবল সেঞ্চুরি করার পরশূন্য রানে আউট হয়েছিলেন। ক্রিকেট এমনই নিষ্ঠুর। সেটাই এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন বিরাট কোহলি।

গত এক বছরে নিজের পারফরম্যান্সকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন কোহলি, যাতে বন্দনার সব মন্ত্র তাঁকে নিয়ে আওড়ানো হয়ে গিয়েছে। দেশের ব্যর্থতার মাঝেও কোহলি ছিলেন একেবারে পাঁকে পদ্মফুলের মত। বিশেষজ্ঞরাই তো বলছিলেন, পরের সচিন কোহলির মাধ্যমে পেয়ে গিয়েছে ভারত।

কিন্তু এশিয়া কাপে মহাব্যর্থতার পর সেই কোহলি এখন কাঠগড়ায়। ক্যাপ্টেন কোহলি সমালোচকদের বন্দুকের মুখে। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় দশ নম্বরে নেমে গিয়েছেন। আফগানদের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে পুজারা, ঈশ্বর পান্ডেকে না খেলানোর জন্য প্রচন্ড সমালোচিতও হচ্ছেন। সুনীল গাভাসকরের মত প্রাক্তনরাও কোহলির বিরুদ্ধে মুখ খুলেছেন।

মিডিয়ার সামনে এসে কোহলির বিরাট রাগ দেখিয়ে যাচ্ছেন।

সত্যি একেই বলে বাইশ গজ। জীবনের মতই বড় অবাক করা। আজ হাসি, তো কাল কান্না। আজ রাজ, তো কাল ফকির। আজ জীবন, তো কাল...

Tags:
.