ইংল্যান্ডে একদিনের সিরিজ শুরুর আগে বিরাটকে সৌরভের পরামর্শ
এতে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হবে।
নিজস্ব প্রতিবেদন : টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে বৃহস্পতিবার থেকে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার একদিনের সিরিজ জেতার লক্ষ্যে মাঠে নামছে বিরাট অ্যান্ড কোম্পানি। বিলেতে একদিনের সিরিজ শুরুর আগে ক্যাপ্টেন কোহলিকে 'ব্যাটিং পজিশন' নিয়ে পরামর্শ দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন - লাল-হলুদে যোগ দিলেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্তারিকান ডিফেন্ডার
সৌরভের মতে, পছন্দের তিন নম্বর জায়গা ছেড়ে ভারতীয় ব্যাটিংকে 'গভীরতা' দিতে বিরাটের উচিত্ চার নম্বরে ব্যাটিং করা। এতে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হবে। এ প্রসঙ্গে সৌরভ বলেন, "যদি আপনি টি-টোয়েন্টি সিরিজের দিকে নজর দেন, তাহলে দেখতে পাবেন ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ একদম ঠিকঠাক ছিল। রাহুল তিন নম্বরে আর বিরাট চার নম্বরে ব্যাটিং করায় কোনও সমস্যা হয়নি। আমার মনে হয় একদিনের সিরিজেও ভারতের ব্যাটিং লাইনআপ এমনই হওয়া উচিত্। বিরাট নিজেও হয়তো চার নম্বরেই ব্যাট করবে।"
আরও পড়ুন - মৃত ‘বন্ধু’কে শতরান উত্সর্গ করলেন রোহিত
আসলে একদিনের ক্রিকেটে গত এক বছর ধরে এই চার নম্বর জায়গায় স্থায়ী কাউকে পায়নি ভারত। রাহুল, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, কেদার যাদব, আজিঙ্কে রাহানে - নানারকম পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু সেভাবে সাফল্য আসেনি, তাই অধিনায়ক বিরাট কোহলি নিজেই হয়তো এবার সেই চার নম্বরে ব্যাটিং করতে শুরু করেছেন।