লঙ্কা জয়ের কল্যাণে আইসিসি-র একদিনের সেরা ব্যাটসম্যান তালিকায় ২ নম্বরে উঠে এলেন কোহলি
সময়টা বেশ ভালোই যাচ্ছে বিরাট কোহলি। ঘরের মাঠে তাঁর নেতৃত্বে একেবারে হোয়াইটওয়াশ করে লঙ্কা জয় করেছে টিম ইন্ডিয়া। পুরো সিরিজেই ফাটাফাটি ফর্মে ছিলেন ক্যাপ্টেন কোহলি। রবিবারের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে চোখ ধাঁধানো ১৩৯। ম্যান অফ দ্য সিরিজও তিনি। বীর বিক্রমে লঙ্কা জয়ের কল্যাণেই আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ ২ নম্বরে উঠে এলেন বিরাট। সামনে শুধু এবি ডেভিলিয়ার্স। অন্যদিকে, ডবল বিশ্বরেকর্ডের মালিক রোহির শর্মা একেবারে ১৮ ধাপ টপকে নতুন তালিকায় ১৫ নম্বরে।
ওয়েব ডেস্ক: সময়টা বেশ ভালোই যাচ্ছে বিরাট কোহলি। ঘরের মাঠে তাঁর নেতৃত্বে একেবারে হোয়াইটওয়াশ করে লঙ্কা জয় করেছে টিম ইন্ডিয়া। পুরো সিরিজেই ফাটাফাটি ফর্মে ছিলেন ক্যাপ্টেন কোহলি। রবিবারের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে চোখ ধাঁধানো ১৩৯। ম্যান অফ দ্য সিরিজও তিনি। বীর বিক্রমে লঙ্কা জয়ের কল্যাণেই আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং-এ ২ নম্বরে উঠে এলেন বিরাট। সামনে শুধু এবি ডেভিলিয়ার্স। অন্যদিকে, ডবল বিশ্বরেকর্ডের মালিক রোহির শর্মা একেবারে ১৮ ধাপ টপকে নতুন তালিকায় ১৫ নম্বরে।
আইসিসি-এর নয়া তালিকায় নিজের ৫ নম্বর জায়গা ধরে রেখেছেন শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে চোটের কারণে খেলতে না পারলেও ক্যাপ্টেন ধোনি আছেন সেই ৭ নম্বরেই।
শ্রীলঙ্কার ক্যাপ্টেন অ্যানজেলো ম্যাথেউস ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় অধুনা ১ নম্বর। ব্যাটিং র্যাঙ্কিং-এ তিনি আছে ১০ নম্বরে।
বোলারদের তালিকায় প্রথম ১০ দু'জন ভারতীয়। ৮ নম্বরে আছেন ভুবনেশ্বর কুমার, ১০-এ রবীন্দ্র জাদেজা। নতুন র্যাঙ্কিং তালিকায় দু'জনেই দু'ধাপ করে পিছিয়ে গেছেন।