Virat Kohli: প্রিয় কোহলিকে কি পরামর্শ দিলেন Ravi Shastri? জানতে পড়ুন

ফের বিরাটের পাশে রবি শাস্ত্রী।

Updated By: Jan 27, 2022, 11:37 PM IST
Virat Kohli: প্রিয় কোহলিকে কি পরামর্শ দিলেন Ravi Shastri? জানতে পড়ুন
বিরাট কোহলি ও রবি শাস্ত্রী। ওঁদের সম্পর্ক অটুট। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: নিজের ক্রিকেট কেরিয়ারের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। সেই দুঃসময় কাটাতে বিরাটের উচিত অন্তত ২-৩ মাস ক্রিকেট থেকে বিরতি নেওয়া। প্রিয় বিরাটকে এমন পরামর্শ দিলেন ভারতের  প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

দুই বছরের বেশি সময় হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেটে শতরান নেই। টেস্টে তাঁর ব্যাট থেকে শেষবার শতরান এসেছিল ২০১৯ সালের নভেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে। একদিনের ক্রিকেটেও শেষ বার শতরান এসেছিল সেই বছর বিশ্বকাপ পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জোড়া শতরান করেছিলেন কোহলি। এরপর থেকে শতরান অধরা।

আরও পড়ুন: Deepak Hooda: অন্ধকার, অনিশ্চয়তা কাটিয়ে জ্বলে উঠলেন বিতর্কিত অলরাউন্ডার দীপক

আরও পড়ুন: IPL 2022: মেগা নিলামের আগে চেন্নাইতে হাজির ‘থালা’ Mahendra Singh Dhoni

কোহলির ছন্দে ফিরতে বিশ্রাম দরকার। এমনট দাবি করে শাস্ত্রী বলছেন, “খেলার প্রতি মনোযোগ বাড়াতে কোহলির অন্তত ২-৩ মাস বিশ্রাম নেওয়া উচিত। কোহলিকে বুঝতে হবে ওর বয়স ৩৩ হলেও আরও অন্তত বছর পাঁচেক দিব্যি ক্রিকেটটা খেলতে পারবে ও। ও যদি ব্যাটিংয়ে মনোসংযোগ করতে পারে, শান্ত থাকতে পারে তাহলে এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। আমার মনে হয়, ও যদি দু’তিন মাস বিরতি নেয়, একটা সিরিজ না খেলে, তাহলে আরও উন্নতি করতে পারবে।“

তিনি আরও যোগ করেছেন, “কোহলির উপর চাপ ক্রমশ বাড়ছে। সবাই ওঁকে আক্রমণের সুযোগ খুঁজছে। তবে বিরাট মানসিকভাবেও রাজা। ও জানে দলের ক্রিকেটার হিসেবে ঠিক কী ভাবে খেলতে হবে। আমি চাই, ও খেলোয়াড় হিসাবে নিজের সেরাটা দিক।“

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.