ICC World Cup 2019: অনুশীলনে আঙুলে চোট বিরাট কোহলির!
বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের মাঠে নামা নিয়ে সংশয়!
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় শিবিরে আশঙ্কার কালো মেঘ! শনিবার সাউদাম্পটনে অনুশীলনে আহুলে চোট পেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি? একটি ছবি ঘিরে জল্পনা দানা বেঁধেছে। তবে কি বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাটের মাঠে নামা নিয়ে সংশয়!
Pace and spin in tandem in the nets #TeamIndia pic.twitter.com/UUKTPwvV7H
— BCCI (@BCCI) June 1, 2019
বৃহস্পতিবার থেকে বিশ্বকাপ শুরু হলেও টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান শুরু ৫ জুন, বুধবার। শুক্রবার ডে আউটে বেরিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ফুরফুরে মেজাজেই কাটান কোহলি-ধোনি-কুলদীপ-চাহলরা। শুক্রবার ডে আউটের পর শনিবার সাউদাম্পটনের নেটে ঘাম ঝরালেন কোহলি, বুমরাহ, পাণ্ডিয়ারা। দীনেশ কার্তিকের জন্মদিনও সেলিব্রেট করা হয়েছে অনুশীলন শেষে।
Happy happy birthday @DineshKarthik #TeamIndia pic.twitter.com/LVbig0YVQs
— BCCI (@BCCI) June 1, 2019
কিন্তু শনিবার নেটে অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে হালকা চোট লাগে ভারত অধিনায়ক বিরাট কোহলির। এমনকী দেখা যায়, ফিজিয়ো প্যাটট্রিক ফারহার্ট মাঠের মধ্যেই কোহলির আঙুলের শুশ্রুষা করছেন। কোহলির আঙুলে স্প্রে করছেন ফারহার্ট। ভারতীয় দলের তরফে এ ব্যাপারে কোনও সরকারি বার্তা দেওয়া হয়নি। তবে পিটিআই সূত্রে খবর, ব্যাটিং করার সময় বিরাটের ডান হাতের বুড়ো আঙুলে চোট লাগে। তবে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। একদম ঠিক আছেন কোহলি।
আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপের আগে ডে-আউটে টিম ইন্ডিয়া! ট্রোল হলেন বিরাট-ধোনিরা