অধিনায়ক হিসেবে কিছুই অর্জন করেননি কিং কোহলি, বিরাট আক্রমণ গম্ভীরের

ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সফল মানতে অসুবিধে নেই কিন্তু অধিনায়ক হিসেবে সাফল্য কোথায়?

Updated By: Jun 15, 2020, 07:54 PM IST
অধিনায়ক হিসেবে কিছুই অর্জন করেননি কিং কোহলি, বিরাট আক্রমণ গম্ভীরের

নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট ছাড়ার পর এখন নানা ইস্যুতে চোখা চোখা মন্তব্য করে সংবাদ শিরোনামে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে বিঁধলেন গম্ভীর। ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলি সফল মানতে অসুবিধে নেই কিন্তু অধিনায়ক হিসেবে সাফল্য কোথায়? প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ।

স্টার স্পোর্টসে এক অনুষ্ঠানে গৌতম গম্ভীর বলেন, "ক্রিকেট টিম গেম। নিজে রান করতেই পারেন।ব্রায়ান লারা প্রচুর রান করেছে। আবার জাক কালিসের মতো ক্রিকেটার কিছু জিততে পারেনি। সত্যি কথা বলতে অধিনায়ক হিসেবে তো অধিনায়ক হিসেবে  কোহলি এখনও কোনও ট্রফি জিততে পারেনি। অনেক কিছু অর্জনের বাকি রয়েছে।" গম্ভীর আরও বলেন, "আপনি নিজে প্রচুর রান করে ব্যক্তিগত রেকর্ড গড়তেই পারেন, কিন্তু আমার মতে বড় ট্রফি জিততে না পারলে অধিনায়ক হিসেবে ক্রিকেট কেরিয়ার কিন্তু পূর্ণতা পাবে না।"

ভারত অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এখনও কোনও আইসিসি ট্রফি জিততে পারেননি। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে হারতে হয়েছিল। আর ২০১৯ সালে বিশ্বকাপের সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয় কোহলির ভারতকে।

আরও পড়ুন - দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল যেন অতিথিশূন্য বিয়েবাড়ি, বললেন ইরফান পাঠান

.