Virat Kohli, ENG vs IND: কুঁচকির চোটের জন্য খেলছেন না বিরাট, জানালেন রোহিত
সোমবার কেনিংটন ওভালে ভারতের ঐচ্ছিক প্রস্তুতি ছিল। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না বিরাট। তখন থেকেই তাঁর চোট সংক্রান্ত খবর ছড়িয়ে যায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত কুঁচকির চোটের জন্য প্রথম একদিনের ম্যাচে খেলছেন না বিরাট কোহলি (Virat Kohli)। শোনা যাচ্ছে শেষ ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। সেইজন্য জস বাটলারের (Jos Buttler) দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে পারছেন না বিরাট। টসের সময় সেটা জানিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
সোমবার কেনিংটন ওভালে ভারতের ঐচ্ছিক প্রস্তুতি ছিল। সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না বিরাট। তখন থেকেই তাঁর চোট সংক্রান্ত খবর ছড়িয়ে যায়। দল নটিংহ্যাম থেকে কেনিংটনের আসার টিম বাসে ছিলেন না তিনি। এমনটাই জানা গিয়েছিল।
এ দিকে তলপেটে টান ধরার জন্য খেলতে পারলেন তরুণ স্পিনার অর্শদীপ সিং। বিরাট ও অর্শদীপের চোট নিয়ে বিসিসিআই-এর তরফ থেকে আপডেটও দেওয়া হয়েছে।
UPDATE: Virat Kohli and Arshdeep Singh were not considered for selection for the first ODI against England.
Virat has a mild groin strain while Arshdeep has right abdominal strain. The BCCI Medical Team is monitoring them.#TeamIndia | #ENGvIND
BCCI (@BCCI) July 12, 2022
এর আগে বিরাটের চোটের প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআই এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছিল, "বিরাট শেষ ম্যাচ খেলতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছেন। তবে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না যে, ফিল্ডিং না ব্যাটিংয়ের সময় তিনি চোট পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামিকাল ওভালে প্রথম ওয়ানডে ম্যাচ নাও খেলতে পারে। ওর বিশ্রামের প্রয়োজন।" শেষ পর্যন্ত সেটাই ঘটল।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও বিরাট ব্যর্থ হয়েছেন। ব্যাক-টু-ব্যাক ম্যাচে ১ ও ১১ রান করে আউট হয়েছেন তিনি। ভারতীয় দল থেকে বিরাটকে বাদ দেওয়ার আলোচনা ক্রমেই জোরাল হচ্ছে। এর মধ্যেই আবার বিরাট চোটের খবর সামনে চলে এল।
আরও পড়ুন: Virat Kohli | Syed Kirmani : 'অনেক হয়েছে! ঘরোয়া ক্রিকেট খেলে ফর্মে ফিরুক, তারপর দেখা যাবে'
আরও পড়ুন: Rohit Sharma and Shikhar Dhawan: সচিন-সৌরভের কোন রেকর্ড ছুঁয়ে ফেলবেন 'হিটম্যান', 'গব্বর'? জেনে নিন