ট্রেন্ট ব্রিজে সৌরভকে টপকে গেলেন বিরাট
ভারতের সফলতম টেস্ট অধিনায়কদের তালিকায় কোহলি এখন দু নম্বরে।
নিজস্ব প্রতিবেদন : ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শুরু থেকেই ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে হাতছানি ছিল। এজবাস্টন, লর্ডসে হয়নি। ট্রেন্ট ব্রিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টেস্ট জয়ের সংখ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন বিরাট কোহলি। ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডকে ২০৩ রানে হারানোর সঙ্গে সঙ্গে এই নজির গড়লেন বিরাট।
আরও পড়ুন - ইংল্যান্ডে কোহলির নেতৃত্বে প্রথম টেস্ট জিতল ভারত
অধিনায়ক হিসেবে ৪৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিতেছেন ২১টি টেস্টে। সেখানে বিরাট কোহলি ৩৮ টি টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২২টিতে।পরিসংখ্যান অনুযায়ী, ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হলেন মহেন্দ্র সিং ধোনি। ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি টেস্টে জয় এনে দিয়েছেন মাহি৷
With victory at Trent Bridge, @imVkohli passed @SGanguly99 to become India's second most successful captain in Tests!
https://t.co/vxiqx8gSdV pic.twitter.com/Q2Dl6qsiVH
— ICC (@ICC) August 22, 2018
ভারতের সফলতম টেস্ট অধিনায়কদের তালিকায় কোহলি এখন দু নম্বরে। টেস্ট জয়ের নিরিখে ধোনির পরেই কোহলি। ৩৮টি টেস্টের মধ্যে মাত্র ৭টি টেস্টে হেরেছেন বিরাট, ড্র হয়েছে ৯টি টেস্ট, আর জিতেছেন ২২টি টেস্টে। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বিরাটের ভারত৷ ভারতীয় অধিনায়ক হিসেবে সৌরভ গাঙ্গুলীর সাফল্যের হার ৪২.৬ শতাংশ।তবে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে অন্যদের থেকে অনেক এগিয়ে সৌরভ৷ ২১টির মধ্যে ১১টি টেস্টে জয় এসেছে বিদেশের মাটিতে৷ এমএসডি-র সাফল্যের হার ৪৫ শতাংশ।
আরও পড়ুন - ইংল্যান্ডে বাকি দুটি টেস্টের দল নির্বাচনে চমক, এলেন পৃথ্বী ও হনুমা
ট্রেন্টব্রিজে ভারতের ২০৩ রানে জয় ইংল্যান্ডের বিরুদ্ধে রানের দিক দিয়ে বৃহত্তম জয়ের তালিকায় তিন নম্বরে রয়েছে। ১৯৮৬ সালে হেডিংলিতে ২৭৯ রানে জিতেছিল ভারত। ২০১৬ সালে বিশাখাপত্তনমে ইংল্যান্ডকে ২৪৬ রানে হারিয়েছিল ভারত। কোহালির নেতৃত্বে ট্রেন্ট ব্রিজে জয় সেই তালিকায় তিনে থাকছে।