স্বাধীনতা দিবসে সেনাদের শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বিরাট-যুবরাজের
দেশকে বাঁচাতে সেনারা প্রতিদিন নিজেদের জীবনকে উত্সর্গ করে চলেছেন।
নিজস্ব প্রতিবেদন: ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলির পাশাপাশি টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও দেশের সেনাকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন।
Wishing everyone a Happy Independence Day! God bless our great nation and its countrymen especially the ones who are away from their families, fighting on the front lines to keep us safe. Jai Hind. pic.twitter.com/fhgzdUEF1G
— Virat Kohli (@imVkohli) August 15, 2020
ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লিখলেন, "স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা। এগিয়ে চলুক আমার দেশ এই প্রার্থনা করি। বিশেষ করে দেশের সেনা যাঁরা প্রতিমুহূর্তে সামনে থেকে লড়াই করে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন তাঁদের শ্রদ্ধা জানাই। জয় হিন্দ।"
Thousands martyred their lives so that we could achieve independence. Let's become citizens who honor that sacrifice and bring glory to our nation.
2020 has been a difficult year for all, but with the courageous spirit of India, we will win, united as one. #IndependenceDay pic.twitter.com/vIXWO9l9dI— Yuvraj Singh (@YUVSTRONG12) August 15, 2020
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং টুইটে দেশবাসীকে ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "দেশকে বাঁচাতে সেনারা প্রতিদিন নিজেদের জীবনকে উত্সর্গ করে চলেছেন। দেশের নাগরিক হিসেবে তাঁদের এই ত্যাগকে আমাদের শ্রদ্ধা জানানো উচিত্। ২০২০ সালে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা একসঙ্গে এই কঠিন সময় ঠিক পার করব।"
আরও পড়ুন - স্বাধীনতা দিবসে দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়াই জয়ের বার্তা দিলেন সচিন