সিডনিতে কোয়ারেন্টিনে টিম ইন্ডিয়া, ক্যাপ্টেন কোহলির জন্য বিশেষ সুইট

সেই সুইটেই কোয়ারেন্টিনে কাটাবেন কিং কোহলি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 13, 2020, 04:39 PM IST
সিডনিতে কোয়ারেন্টিনে টিম ইন্ডিয়া, ক্যাপ্টেন কোহলির জন্য বিশেষ সুইট
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: আইপিএল শেষে আড়াই মাসের লম্বা অস্ট্রেলিয়া সফরে বৃহস্পতিবারই সিডনিতে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে টিম ইন্ডিয়া।

দুবাই থেকে সিডনিতে পৌঁছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে টিম ইন্ডিয়া। সিডনির অলিম্পিক পার্কের পুলম্যান হোটেলে রয়েছেন শাস্ত্রী-কোহলিরা। আর সেই হোটেলেই ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য বিশেষ ব্যবস্থা। কোয়ারেন্টিন চলাকালীন টিম ইন্ডিয়াকে অনুশীলনের অনুমতি দিয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার। পুলম্যান হোটেলটি নিউ সাউথ ওয়েলস রাগবি দলের থাকার জায়গা। পুলম্যান হোটেলের বিলাসবহুল সুইটে থাকবেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার রাগবি দলের কিংবদন্তি ব্র্যাড ফিটার এই সুইটে থাকতেন। সেই সুইটেই কোয়ারেন্টিনে কাটাবেন কিং কোহলি।

২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ, তিন ম্যাচের টি -টোয়েন্টি সিরিজ আর চার টেস্টের সিরিজ খেলবে ভারত।

একনজরে দেখে নিন সম্পূর্ণ সফর সূচি-

প্রথম একদিনের ম্যাচ- ২৭ নভেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২৯ নভেম্বর  (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় একদিনের ম্যাচ- ১ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- ৪ ডিসেম্বর (মানুকা ওভাল, ক্যানবেরা)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৬ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ- ৮ ডিসেম্বর (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)

এরপর ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ-
প্রথম টেস্ট : ১৭-২১ ডিসেম্বর (অ্যাডিলেড ওভাল, দিন-রাতের টেস্ট)
দ্বিতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
তৃতীয় টেস্ট: ৭-১১ জানুয়ারি, ২০২১ (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
চতুর্থ টেস্ট:  ১৫-১৯ জানুয়ারি, ২০২১ (গাব্বা, ব্রিসবেন)

 

আরও পড়ুন - কোহলির পিতৃত্বকালীন ছুটি, বিরাট সমর্থন অস্ট্রেলিয়া কোচ ল্যাঙ্গারের    

.