কোহলি, রাহানের রেকর্ড পার্টনারশিপেও ভারতকে ভারতেই রাখলেন বাকিরা

Updated By: Dec 28, 2014, 04:29 PM IST
কোহলি, রাহানের রেকর্ড পার্টনারশিপেও ভারতকে ভারতেই রাখলেন বাকিরা

অস্ট্রেলিয়া-৫৩০, ভারত-৪৬২/৪
ভারত ৬৮ রানে পিছিয়ে হাতে ২ উইকেট

ওয়েব ডেস্ক: বক্সিং ডে টেস্টের রাশ নিজেদের হাতে রাখার সুবর্ণ সুযোগটা মাঠেই ফেলে এল ভারত। গোটা দিনের বেশিরভাগ সময় দাদাগিরি দেখিয়েও টেস্টের তৃতীয় দিনের শেষে কিছুটা পিছিয়ে থাকলেন ধোনিরা। ১৪৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে একটা সময় বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। তখন অনেকেই ইনিংস হারের আশঙ্কায় ছিলেন, কিন্তু এরপরই কোহলি-রাহানের দুরন্ত পার্টনারশিপ ভারতকে দারুণ জায়গায় পৌঁছে দেয়। কোহলি করলেন তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ রান ১৬৯।

চতুর্থ উইকেটে জোড়া সেঞ্চুরি সহ ২৬২ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন কোহলি- রাহানে। শুধু রেকর্ড রানের পার্টনারশিপ গড়ায় নয় জনসনদের বোলিং নিয়ে ছেলেখেলাও করেন দুজনে। দুজনের ব্যাটিং আর অস্ট্রেলিয়ার বোলিং-ফিল্ডিং দেখে মনে হচ্ছিল বক্সিং ডে টেস্টে চালকের আসনেই থাকতে চলেছে ভারত। কিন্তু পুরনো রোগটা এখানেও দেখা গেল ভারতের। রাহানে (১৪৭) আউট হতেই ধস নামে ভারতের ব্যাটিংয়ে। অভিষেক টেস্টে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল (৩) যেভাবে উইকেট ছুড়ে এলেন তাকে 'ক্ষমাহীন অপরাধ' বললেও হয়তো কম বলা হয়।

ধোনিও কেমন উদায় উদাস হয়ে ফিরে গেলেন। ৩ উইকেটে ৪০৯ থেকে দিনের শেষে দাঁড়াল ৮ উইকেটে ৪৬২। চতুর্থ দিনে অস্ট্রেলিয়া ২৫০ রান করলেও ভারতের পক্ষে টেস্ট বাঁচানো কঠিন হয়ে যাবে। অথচ আজ অসিরা অবিশ্বাস্য সব ক্যাচ মিস করলেন, কোহলি-রাহানেরা জনসনকে মেরে ছাতু করে দিলেন, এমন একটা দিনেও ভারত সেই ব্যাকফুটেই।

.