নেতৃত্ব ছাড়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি মাহি, বললেন 'বিরাটই যোগ্য নেতা'
ব্যুরো: গতবছর দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই তিনি বিসিসিআই কর্তাদের কাছে নেতৃত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। নেতৃত্ব ছাড়ার পর প্রথম বার পুণেতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন মাহি। আর জানালেন সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ভারতীয় দলের একজন অধিনায়ক থাকাই ভাল। ধোনির দাবি সঠিক সময়েই তিনি নেতৃত্ব ছেড়েছেন। আর যোগ্য ব্যক্তির হাতেই দলের দায়িত্ব গেছে।
কোহলির দলকে আপাতত পরিসংখ্যানের নীরিখে সেরা বলেই মানছেন ধোনি। মাহির দাবি শুরুতে টপ অর্ডারে ব্যাট করলেও পরে দলের স্বার্থে তার ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হয়েছিল। কিন্তু তিনি সবটাই উপভোগ করেছিলেন।
.@imVkohli & I have been close right from the start. He always wanted to improve & contribute in the chances he got: @msdhoni #TeamIndia pic.twitter.com/PTVvKGZq5R
— BCCI (@BCCI) January 13, 2017
"I have no regrets. It has been a good journey" @msdhoni reflects on his career as captain #TeamIndia pic.twitter.com/1FcT0R3KqJ
— BCCI (@BCCI) January 13, 2017