পেশাদার হয়ে অলিম্পিক 'না' হয়ে গেল বিজেন্দরের

অলিম্পিকে পদকজয়ী বক্সারকে হয়তো হারাতে চলেছে ভারত। অ্যামেচার বক্সিং ছেড়ে প্রফেশনাল বক্সিংয়ে যোগ দিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দর সিং। যার অর্থ ভারতের হয়ে আর খেলতে দেখা যাবে না তারকা এই বক্সারকে। বর্তমানে লন্ডনে রয়েছেন তিনি।  

Updated By: Jun 29, 2015, 07:40 PM IST
পেশাদার হয়ে অলিম্পিক 'না' হয়ে গেল বিজেন্দরের

ওয়েব ডেস্ক: অলিম্পিকে পদকজয়ী বক্সারকে হয়তো হারাতে চলেছে ভারত। অ্যামেচার বক্সিং ছেড়ে প্রফেশনাল বক্সিংয়ে যোগ দিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দর সিং। যার অর্থ ভারতের হয়ে আর খেলতে দেখা যাবে না তারকা এই বক্সারকে। বর্তমানে লন্ডনে রয়েছেন তিনি।  

লন্ডনেরই ফ্রান্সিস ওয়ারেনের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন বিজেন্দর। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ছয় বছরের চুক্তি হয়েছে ভারতীয় এই বক্সারের। বিজেন্দরের এই সিদ্ধান্তে খুবই হতাশ জাতীয় কোচ গুরবক্স সিং সন্ধু। তিনি বলেন আন্তর্জাতিক বক্সিংয়ের আসরে ভারত ভীষনভাবে মিস করবে বিজেন্দরকে। সন্ধু বলেন তিনি কখনই আশা করেননি বিজেন্দর এরকম একটা সিদ্ধান্ত নেবেন।

.