র‌্যাপিড পিস্তলে রুপো বিজয় কুমারের

লন্ডন অলিম্পিকে দ্বিতীয় পদক ভারতের। আর এবারও পদক এল শুটিংয়েই। ২৫ মিটার র‌্যাপিড পিস্তলে রুপো জিতলেন ভারতের বিজয় কুমার। ফাইনালে তিরিশ পয়েন্ট পেয়ে ভারতের দ্বিতীয় পদকটি এনে দেন ভারতের এই শুটার।

Updated By: Aug 3, 2012, 08:05 PM IST

লন্ডন অলিম্পিকে দ্বিতীয় পদক ভারতের। আর এবারও পদক এল শুটিংয়েই। ২৫ মিটার র‌্যাপিড পিস্তলে রুপো জিতলেন ভারতের বিজয় কুমার। ফাইনালে তিরিশ পয়েন্ট পেয়ে ভারতের দ্বিতীয় পদকটি এনে দেন ভারতের এই শুটার।
বাছাই পর্ব থেকেই আত্মবিশ্বাসী ভারতের এই শুটার পদক জয়ের আশা জুগিয়েছিলেন। বিশেষ করে শেষ বাছাই পর্বে অলিম্পিক রেকর্ড ভেঙে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন বিজয় কুমার। অলিম্পিক রেকর্ড ছিল ৫৮৩। বাছাই পর্বে বিজয় কুমারের পয়েন্ট ছিল ৫৮৫। তখন থেকেই প্রত্যাশা ছিল তুঙ্গে। ফাইনালে প্রথম ৩টি রাউন্ডে প্রতিপক্ষদের টেক্কা দিতে শুরু করেন বিজয় কুমার। মাঝে দুই-একবার ওঠা-নামা করলেও সপ্তম রাউন্ডে রুপো জয় নিশ্চিত করে ফেলেন তিনি।
এখনও পর্যন্ত ভারতের ঘরে দুটি পদকই এল শুটিং থেকে। অন্যদিকে প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেই তাক লাগিয়ে দিয়েছেন বাংলার জয়দীপ কর্মকার। ফাইনালে ৫০ মিটার রাইফেল প্রোনে ভগ্নাংশ পয়েন্টে হেরে চতুর্থ স্থান পান জয়দীপ।

.