অশ্বিন জাদুতে ল্যাজ গুটিয়ে গেল সিংহের!

ভাইজাগ টেস্টের তৃতীয় দিনে বেশ ভালো জায়গাতেই রয়েছে ভারত।বিরাট কোহলির দল প্রথম ইনিংসে ৪৫৫ রান তোলে।জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ১০৩। সেখান থেকে আজ তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৫৫ রানে।

Updated By: Nov 19, 2016, 02:08 PM IST
 অশ্বিন জাদুতে ল্যাজ গুটিয়ে গেল সিংহের!

ওয়েব ডেস্ক: ভাইজাগ টেস্টের তৃতীয় দিনে বেশ ভালো জায়গাতেই রয়েছে ভারত।বিরাট কোহলির দল প্রথম ইনিংসে ৪৫৫ রান তোলে।জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ১০৩। সেখান থেকে আজ তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৫৫ রানে।

আরও পড়ুন রিকি পন্টিংকে সরিয়ে নতুন কোচ নিয়োগ করল মুম্বই ইন্ডিয়ান্স
 
প্রথম ইনিংসে একেবারে ২০০ রানের লিড পায় ভারত। বেন স্টোকস আউট হন ৭০ রান করে। বেয়ারস্টো করেছেন ৫৩ রান। ৩২ রান করে অপরাজিত থাকেন আদিল রশিদ। স্টুয়ার্ট ব্রড করেন ১৩ রান। ভারতের হয়ে বল হাতে ফের ভেল্কি দেখান রবিচন্দ্রন অশ্বিন। তিনি একাই নিয়েছেন পাঁচ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শামি, উমেশ যাদব, রবীন্দ্র জাদেজা এবং জয়ন্ত যাদব। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নেমে গিয়েছে ভারত। আপাতত দ্বিতীয় ইনিংসে ভারতের রান বিনা উইকেটে ৬। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় এবং লোকেশ রাহুল।

আরও পড়ুন  অভিষেকেই মজার রেকর্ড গড়লেন জয়ন্ত যাদব!

.