দেশের ক্রিকেটের নতুন পাঁচ নির্বাচকদের নিয়ে এই তথ্যগুলো শুনলে অবাকই হবেন

লোধা কমিটির প্রস্তাবকে উড়িয়ে দিয়ে ভারতের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করল বিসিসিআই। লোধা কমিটি সাফ জানিয়েছিল, কমিটির সব সদস্যকে টেস্ট খেলতে হবে। কিন্তু যতীন পরাঞ্জপে ও গগন খোদা দেশের হয়ে একটিও টেস্ট ম্যাচও খেলেননি। দেশের নতুন পাঁচ নির্বাচক সদস্যদের সর্বসাকুল্যে অভিজ্ঞতা ১৩টি টেস্ট ও ৩১টি একদিনের ম্যাচের।

Updated By: Sep 21, 2016, 09:01 PM IST
দেশের ক্রিকেটের নতুন পাঁচ নির্বাচকদের নিয়ে এই তথ্যগুলো শুনলে অবাকই হবেন

ওয়েব ডেস্ক: লোধা কমিটির প্রস্তাবকে উড়িয়ে দিয়ে ভারতের নতুন নির্বাচকদের নাম ঘোষণা করল বিসিসিআই। লোধা কমিটি সাফ জানিয়েছিল, কমিটির সব সদস্যকে টেস্ট খেলতে হবে। কিন্তু যতীন পরাঞ্জপে ও গগন খোদা দেশের হয়ে একটিও টেস্ট ম্যাচও খেলেননি। দেশের নতুন পাঁচ নির্বাচক সদস্যদের সর্বসাকুল্যে অভিজ্ঞতা ১৩টি টেস্ট ও ৩১টি একদিনের ম্যাচের।

আরও পড়ুন- রোনাল্ডোর প্রেম

এমএসকে প্রসাদ (প্রধান নির্বাচক) - পুরো নাম মান্নাভা শ্রীকান্ত প্রসাদ। ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে মাঝে মাঝে জাতীয় দলে উইকেটকিপার হিসেবে খেলেছেন। অন্ধ্রপ্রদেশের এই উইকেটকিপার দেশের হয়ে খেলেছেন ৬টি টেস্ট ও ১৭টি ওয়ানডে। একটা মাত্র অর্ধশতরান করেছেন।

দেবাং গান্ধী-১৯৯৯ সালে দেশের হয়ে প্রথম টেস্টে খেলেছেন। ৪টা টেস্ট ও ৩টে ওয়ানডে খেলেছেন।

গগন খোদা-রাজস্থানের ওপেনার ব্যাটসম্যান কোনওদিন টেস্ট খেলেলনি। খেলেছেন দুটি ওয়ানডে।  

শরনদীপ সিং--অফ স্পিনার শরনদীপ দেশের হয়ে খেলেছেন ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডে।

যতীন পরাঞ্জপে--কোনও দিন টেস্ট খেলেননি। তবে ৪টে ওয়ানডে খেলেছেন।

.