ভারতীয় ফুটবলের 'বোধোদয়', শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ লিগ
অনূর্ধ্ব ১৯ আই লিগের মত এবার প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে অনূর্ধ্ব ১৯ লিগ শুরু করতে চলেছে আইএফএ। চলতি ফুটবল মরসুমেই এই নয়া লিগ দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরেই ক্লাবগুলোর দাবি ছিল যে রাজ্য ফুটবল সংস্থা তাদের অনূর্ধ্ব ১৯ দল গড়ার কথা বললেও, তাদের খেলার জন্য কোনও টুর্নামেন্ট নেই। তাই ক্লাব গুলোর দাবি মেনে এবার অনূর্ধ্ব ১৯ লিগ শুরু করতে চলেছে আইএফএ।
ব্যুরো: অনূর্ধ্ব ১৯ আই লিগের মত এবার প্রিমিয়ার লিগের দলগুলো নিয়ে অনূর্ধ্ব ১৯ লিগ শুরু করতে চলেছে আইএফএ। চলতি ফুটবল মরসুমেই এই নয়া লিগ দেখা যেতে পারে। দীর্ঘদিন ধরেই ক্লাবগুলোর দাবি ছিল যে রাজ্য ফুটবল সংস্থা তাদের অনূর্ধ্ব ১৯ দল গড়ার কথা বললেও, তাদের খেলার জন্য কোনও টুর্নামেন্ট নেই। তাই ক্লাব গুলোর দাবি মেনে এবার অনূর্ধ্ব ১৯ লিগ শুরু করতে চলেছে আইএফএ।
শুধু তাই নয় আই লিগের দলগুলো বাদ দিয়ে প্রিমিয়ারের অন্যান্য দলগুলোকে নিয়ে একটা নক আউট টুর্নামেন্ট করারও পরিকল্পনা রয়েছে আইএফএ-র। এই উদ্যোগ নিঃসন্দেহে ভারতের ফুটবলকে উপকৃত করবে বলেই ফুটবল বিশেষজ্ঞ মহল মনে করছে।