মালিকে জোড়া গোল দিয়ে তৃতীয় স্থানে ব্রাজিল
নিজস্ব প্রতিবেদন: মালিকে হারিয়ে যুব বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করল ব্রাজিল। এদিন আফ্রিকার দেশটিকে ২-০ গোলের ব্যবধানে হারাল সাম্বার দেশ। দু'টি গোল করেন অ্যালান ও ইউরি আলবার্তো।
সেমিফাইনাল থেকে শিক্ষা নিয়ে এদিন শুরু থেকেই আক্রমণ শুরু করেন পাওলিনহোরা। মালিও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে গোলমুখী শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। প্রথমার্ধের শেষে খেলার ফল ০-০।
৫২ মিনিটে প্রথম পরিবর্তন করেন ব্রাজিল কোচ। ভিক্টর ববসিনের পরিবর্তে মাঠে নামেন রডরিগ গুথ। ৫৫ মিনিটে অবিশ্বাস্য গোল করলেন অ্যালান। ৮৮ মিনিটে ব্রাজিলের দ্বিতীয় গোল করেন ইউরি অ্যালবার্তো।
কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল মালি। তবে তা কাজে লাগাতে ব্যর্থ তারা। বল লক্ষ্যভ্রষ্ট হলে খেসারত দিতে হয়। বড় মঞ্চে অনভিজ্ঞতার দামই চোকাতে হল মালিকে।
আরও পড়ুন, ফুটছে যুবভারতী, ইংল্যান্ড-স্পেন টক্করের দিকে তাকিয়ে ফুটবলবিশ্ব