এবার EURO 2020 কোয়ার্টার ফাইনাল, লড়াইয়ে Switzerland vs Spain ও Belgium vs Italy
আগামী দু' দিনের মধ্যে নির্ধারিত হয়ে যাবে কোন চার দল লড়বে ট্রফির জন্য।
নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখেতে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের খেলাও শেষ হয়ে গেল। রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে তুরস্ক বনাম ইটালি ম্যাচ দিয়ে গত ১১ জুন পর্দা উঠেছিল ইউরোর। ২৪ দলের খেলা চলেছিল মোট ৬টি গ্রুপ মিলিয়ে। সেখান থেকে ৮টি দল টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল। থেকে যাওয়া ১৬ দলের মধ্যে এবার কোয়ার্টার ফাইনালে উঠল ৮ দল। সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইটালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউক্রেন ও ইংল্যান্ড এবার লড়াইয়ের ময়দানে। আগামী দু' দিনের মধ্যে নির্ধারিত হয়ে যাবে কোন চার দল লড়বে ট্রফির জন্য।
Quarter-finals! Who'll go through?
#EUROfixtures | @bookingcom | #EURO2020
(@EURO2020) July 2, 2021
আরও পড়ুন: UEFA EURO 2020: আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা বললেন Toni Kroos
শুক্রবার অর্থাৎ আজ প্রথম কোয়ার্টার ফাইনাল। রাত ৯টা ৩০ মিনিটে সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টোভস্কি স্টেডিয়ামে মুখোমুখি সুইজারল্যান্ড বনাম স্পেন (Switzerland vs Spain)। রাত ১২টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বেলজিয়াম বনাম ইটালি (Belgium vs Italy)। খেলা হবে মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায়। সুইজারল্যান্ড কিন্তু 'জায়ান্ট কিলার'। ভ্লাদিমির পেটকোভিচের শিষ্যরা প্রি-কোয়ার্টারে দিদিয়র দেশঁর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে এসেছে। স্পেনের খেলাও কিন্তু আমূল বদলে গিয়েছে। লুইস এনরিকের শিষ্যরা। গত বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়াকে হারিয়ে সুইসদের সঙ্গে ম্যাচ বুক করেছে। স্পেন যাবতীয় সমালোচনার জবাব মাঠেই দিয়ে দিয়েছে। অন্যদিকে ইটালিকে বদলে দিয়েছে কোচ রবার্টো মানচিনি। অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে আজুরিরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে তারা। অন্যদিকে রবার্টো মার্টিনেজের বেলজিয়াম শেষ ৬ বছর ফিফা ব়্যাঙ্কিংয়ের এক নম্বর দল। ইউরো জয়ের দুই ফেভারিট ইটালি ও বেলজিয়াম। বলাই যায় রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে চলেছেন ইউরোর ফ্যানেরা।
সুইজারল্যান্ড বনাম স্পেন ম্যাচ সম্প্রচারিত করবে Sony Ten 2 (HD), Sony Ten 3 (HD-Hindi). Sony Six (HD) ও Sony Ten 4 (HD)। অন্যদিকে বেলজিয়াম বনাম ইটালি ম্যাচ দেখাবে Sony Six, Sony Ten 1, Sony Ten 3 ও Sony Ten 4
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)