Euro 2020: এক্সট্রা টাইমে Austria-র বিরুদ্ধে কষ্টার্জিত জয়, ইউরোর শেষ আটে Italy
১১৪ মিনিটে অস্ট্রিয়ার হয়ে গোল করেন সাসা কালাজদিচ। কোয়ার্টার ফাইনালে অবশ্য কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে ইতালি।
নিজস্ব প্রতিবেদন: গোটা ৯০ মিনিটের খেলা গোলশূন্য। শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে অস্ট্রিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারাল ইতালি। ইতালির হয়ে দুটি গোল করেন ফেদেরিকো কিয়েসা ও ম্যাতিও পেসিনা। সাসা কালাজদিচ গোল করেন অস্ট্রিয়ার হয়ে। ইউরো কাপের শুরু থেকেই স্বতঃস্ফূর্ত ছিল ইতালি। তবে প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রিয়াকে হারাতে বেশ বেগ পেতে হল আজুরিদের।
দ্বিতীয়ার্ধে তেমন না খেললেও অতিরিক্ত সময়ে অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় ইতালিকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল মানচিনির দল। এক্সট্রা টাইমের ৫ মিনিটে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন ইতালির ফেডেরিকো চিয়েসা।
আরও পড়ুন: EURO 2020: হেরেও সবার হৃদয়ে Bale, অনন্য সম্মান জানালেন Christian Eriksen কে
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে বাঁ পায়ের দুরন্ত শটে ইতালির হয়ে দ্বিতীয় গোল করেন ম্যাতিও পেসিনা। ২ গোল খেয়ে গোল শোধ করতে মরিয়া অস্ট্রিয়া। ১১৪ মিনিটে অস্ট্রিয়ার হয়ে গোল করেন সাসা কালাজদিচ। কোয়ার্টার ফাইনালে অবশ্য কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে ইতালি।