চ্যাম্পিয়ন্স লিগে একযোগে হার রোনাল্ডোর বর্তমান ও প্রাক্তন ক্লাবের
হারলেও জুভেন্তাস, রিয়াল, ম্যান ইউ - তিন দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংয় বয়েজের কাছে হারল রোনাল্ডোর জুভেন্তাস। একই দিনে সিএসকেএ মস্কোর কাছে ঘরের মাঠে রোনাল্ডোর পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদ হারল ০-৩ গোলে। অন্যদিকে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারল সিআর সেভেনের আর এক প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এদিন হারলেও জুভেন্তাস, রিয়াল, ম্যান ইউ - তিন দলই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে।
UEFA Champions League last 16!
CONFIRMEDBest team left in the #UCL? pic.twitter.com/7ecHZBlyNL
— UEFA Champions League (@ChampionsLeague) December 12, 2018
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের পাঁচ ম্যাচে যে দল কোনও জয়ের দেখা পায়নি সেই ইয়াং বয়েজের কাছেই হেরে গেল জুভেন্তাস। ঘরের মাঠে বুধবার এইচ-গ্রুপের ম্যাচটি ২-১ গোলে জেতে ইয়াং বয়েজ। ৩০ মিনিটে গিয়ুম হোয়ারাউ স্পট কিকে এগিয়ে দেয় ইয়াং বয়েজকে। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে ব্যবধান বাড়ান সেই গিয়ুম হোয়ারাউ। ম্যাচের ৮০ মিনিটে পাওলো দিবালা ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি রোনাল্ডোরা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এইচ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল।
We unfortunately lost this game but we qualify in first place for the @ChampionsLeague Last 16.#YBJuve #FinoAllaFine #ForzaJuve pic.twitter.com/e6z5HJdwiI
— JuventusFC (@juventusfcen) December 12, 2018
এইচ গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরোনো দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভ্যালেন্সিয়ার কাছে গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে গেল হোসে মোরিনহোর দল।
A disappointing result but #MUFC still progress to the #UCL knockout stage. pic.twitter.com/70wKHNETjq
— Manchester United (@ManUtd) December 12, 2018
অন্যদিকে সিআর সেভেনের ছেড়ে আসা রিয়াল মাদ্রিদ গ্রুপের শেষ ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে উড়ে গেল। ঘরের মাঠে ০-৩ গোলে হেরে গেল শেষ তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। প্রথম লেগে এই মস্কোর ঘরের মাঠেই হেরেছিল রিয়াল মাদ্রিদ।
FP: @realmadrid 0-3 @pfc_cska
Chalov 37', Schennikov 43', Sigurdsson 73'#RMUCL pic.twitter.com/vkn7goUQXu— Real Madrid C.F. (@realmadrid) December 12, 2018