করোনাভাইরাসের থাবা থেকে রেহাই পেল না বিশ্ব ফুটবলের জনপ্রিয় লিগগুলি
করোনার জেরে আগেই স্থগিত হয়ে গিয়েছে লা লিগা এবং সিরি-আ এর ম্যাচও।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ক্রীড়াক্ষেত্রেও ব্যপক প্রভাব পড়েছে মারণ ভাইরাসের। করোনাভাইরাসের জেরে এবার স্থগিত হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ।
In the light of developments due to the spread of COVID-19 in Europe and related decisions made by different governments, all UEFA club competitions matches scheduled next week are postponed. #UCL and #UEL quarter-final draws have also been postponed.
Full statement:
— UEFA (@UEFA) March 13, 2020
তিন সপ্তাহ পর্যন্ত স্থগিত করা হল ইপিএলকে। যার ফলে ৩ এপ্রিলের আগে ইপিএলের কোনও খেলা হবে না। করোনার জেরে আগেই লকডাউন হয়ে গিয়েছিল আর্সেনাল আর চেলসির মতো দলগুলি। প্রথম ইপিএল ফুটবলার হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত হন চেলসির ক্যালাম হাডসন ওডোই। এর আগে আর্সেনালের কোচ মিকেল আর্তেতাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সব দিক বিচার করেই জরুরি বৈঠকের পর স্থগিত করে দেওয়া হল ইপিএল।
The Premier League, FA, EFL and WSL have collectively agreed to postpone the professional game in England
Full statement: https://t.co/XcDyzBp4Ol pic.twitter.com/cmYjoY3LRR
— Premier League (@premierleague) March 13, 2020
এর আগে করোনা ভাইরাসের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় উয়েফার যাবতীয় টুর্নামেন্ট। যার মধ্যে উল্লেখযোগ্য চ্যাম্পিয়ন্স লিগ আর ইউরোপা লিগ। আগামী সপ্তাহে দুটি টুর্নামেন্টেরই শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচ হওয়ার কথা ছিল। করোনার জেরে আগেই স্থগিত হয়ে গিয়েছে লা লিগা এবং সিরি-আ এর ম্যাচও।
আরও পড়ুন - আইপিএল গভর্নিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকে ডাকা হয়েছে সব ফ্র্যাঞ্চাইজিদের