অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল গুয়াহাটি থেকে সরল কলকাতায়

Updated By: Oct 23, 2017, 07:31 PM IST
অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল গুয়াহাটি থেকে সরল কলকাতায়

নিজেস্ব প্রতিবেদন : মাঠের খারাপ অবস্থার জন্য অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ গুয়াহাটি থেকে সরিয়ে কলকাতায় আনা হল। আগামী ২৫ অক্টোবর বিকেল পাঁচটায় এই ম্যাচে হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। মুখোমুখি ব্রাজিল ও ইংল্যান্ড। সোমবার রাত আটটা থেকে অনলাইনে মিলবে এই খেলার টিকিট। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ-এর ভিত্তিতে মিলবে টিকিট। টিকিটের মূল্য ১০০ টাকা।

টানা বৃষ্টির কারণে গুয়াহাটির মাঠের অবস্থা কোয়ার্টার ফাইনালেই খারাপ হতে শুরু করে। ঘানা ও মালির মধ্যে খেলা চালাতেও সমস্যা হয়। সূচী অনুসারে এই মাঠেই ২৫ অক্টোবর সেমিফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু, সেখানে পৌঁছে মাঠের অবস্থা দেখে খেলায় প্রবল আপত্তি জানায় ব্রাজিল। এরপরই ফিফার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখান থেকে স্থানান্তরিত করা হবে ম্যাচ।

যুবভারতীতেই কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারায় ব্রাজিল। কলকাতায় ব্রাজিলের প্রতি সমর্থন বেশি রয়েছে। আর তাই এবারের ম্যাচেও তারা কিছুটা বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ইরানকে হারিয়ে সেমিফাইনালে মালির মুখোমুখি স্পেন

.