নাইজেরিয়ার বিরুদ্ধে 'পয়া' রেফারি পাচ্ছেন মেসিরা!

আর আর্জেন্টিনা সমর্থক হলে তো কথাই নেই

Updated By: Jun 25, 2018, 07:18 PM IST
নাইজেরিয়ার বিরুদ্ধে 'পয়া' রেফারি পাচ্ছেন মেসিরা!

নিজস্ব প্রতিবেদন :  আপনি কি তুকতাকে বিশ্বাস করেন? আর আর্জেন্টিনা সমর্থক হলে তো কথাই নেই। মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে মহারণে নাইজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচে বাঁশি মুখে থাকবেন শুনেত সাকির। গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তুরস্কের ৪১ বছর বয়সী এই রেফারিই।

আরও পড়ুন- বিশ্বকাপ জিতেই অবসর নেবেন লিওনেল মেসি!

কিন্তু সাকির কেন মেসিদের জন্য 'পয়া' ? রেফারি হিসেবে সাকিরের এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস সেমি ফাইনালে রেফারি ছিলেন এই শুনেত সাকির।

ওই ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল মেসিরা। এবার বিশ্বকাপে মেসিদের অস্তিত্বরক্ষার ম্যাচে বাঁশি মুখে থাকছেন সেই সাকির।

আরও পড়ুন- আন্তর্জাতিক ম্যাচই খেলেননি! ‘আনকোরা’ আরমানিই নাইজেরিয়া ম্যাচে মেসিদের ‘গেট-কিপার’

আসলে ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচের রেফারি রভসন ইরমাতভের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক খুব একটা ভালো নয়। বিশেষ করে বিশ্বকাপের আসরে।

২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ০-৪ গোলে হেরেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের রেফারিও ছিলেন এই ইরমাতভ। আর্জেন্টাইনদের কাছে তাই রভসন বড় 'অপয়া'। মঙ্গলবার 'পয়া' সাকিরের ছোঁয়ায় বিশ্বকাপে বাঁচার পথ খুঁজছে আর্জেন্টাইনরা।    

.