ক্রিকেটের নতুন শট 'ফ্ল্যামিঙ্গো ব্লক', খেললেন কিউই বোল্ট
মারিলিয়ার শট, দিলু স্কুপের মত এবারে ক্রিকেটে শুরু হল নতুন শট। যার নাম দেওয়া হল 'ফ্ল্যামিঙ্গো ব্লক'। গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ডের একাদশতম ব্যাটসম্যান হিসেবে নামা ট্রেন্ট বোল্ট যে শটগুলি খেললেন তা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে।
ওয়েব ডেস্ক: মারিলিয়ার শট, দিলু স্কুপের মত এবারে ক্রিকেটে শুরু হল নতুন শট। যার নাম দেওয়া হল 'ফ্ল্যামিঙ্গো ব্লক'। গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ডের একাদশতম ব্যাটসম্যান হিসেবে নামা ট্রেন্ট বোল্ট যে শটগুলি খেললেন তা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে।
দলের নিশ্চিত হারের মুখে ব্যাট করতে নেমে জনসন, স্টার্কদের নিজস্ব কায়দায় বোল্ট যেভাবে সামলালেন তেমনই এক শটের নাম হল 'ফ্ল্যামিঙ্গো ব্লক'। ২৬ বলে ১৫ রান করেন কিউই পেসার বোল্ট। কিন্তু ওই ২৬টা বলেই ক্রিকেট পেল নতুন শট। দিনের শেষে টেস্টে ২০৮ রানে হারল নিউজিল্যান্ড।