হয় এবার, নয় নেভার! রনজি সেমিফাইনালের আগে বাংলার স্লোগান এখন এটাই

কর্ণাটকের বিরুদ্ধে নামার আগে বাংলার যত ভাবনা সুদীপ চ্যাটার্জীকে নিয়েই। কার জায়গায় সুদীপকে খেলানো হবে সেটা নিয়েই ভাবনা।

Updated By: Feb 28, 2020, 08:52 PM IST
হয় এবার, নয় নেভার! রনজি সেমিফাইনালের আগে বাংলার স্লোগান এখন এটাই

নিজস্ব প্রতিবেদন : বাংলার ড্রেসিংরুমে অদৃশ্য বোর্ড ঝুলছে। হয় এভার, নয় নেভার। শনিবার রঞ্জি সেমিফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে বঙ্গশিবির। লোকেশ রাহুল, মণীশ পান্ডেদের বিরুদ্ধে বাংলার প্রধান অস্ত্রই বোলিং বিভাগ।  শুক্রবার সকালে পিচ রোল করার পর বেলার দিকে কিছু ঘাস ছাঁটা হল। ইডেনের বাইশ গজে বাড়তি বাউন্স পাবেন বোলাররা। তৃতীয় দিন থেকে বল একটু টার্নও করতে পারে। ইশান-আকাশদীপ-মুকেশ তিন পেসারকে নিয়েই দল সাজাচ্ছে বঙ্গশিবির। সেক্ষেত্রে বাদ পড়বেন নীলকন্ঠ দাস। তবে পেস অ্যাটাককে কাজে লাগিয়েই কর্ণাটক বধ করতে চান অভিমন্যুরা।

স্পিন অ্যাটাকে থাকবেন শাহবাজ আর অর্ণব। তবে বাংলার চিন্তা টপ অর্ডার নিয়েই। শুক্রবার নেট সেশনে প্রসিধ কৃষ্ণ, অভিমন্যু মিঠুনরা যা বোলিং করলেন তা দেখে চিন্তা বাড়তেই পারে ঈশ্বরনদের। কর্ণাটকের বিরুদ্ধে নামার আগে বাংলার যত ভাবনা সুদীপ চ্যাটার্জীকে নিয়েই। কার জায়গায় সুদীপকে খেলানো হবে সেটা নিয়েই ভাবনা। অভিষেক রমন টুর্নামেন্টের প্রথমদিকে রান পেয়েছেন। কৌশিক ঘোষ নতুন বলের পালিশটা তুলে দিতে পারেন। একান্তই যদি সুদীপকে খেলানো হয়, সেক্ষেত্রে বাইরে বসানো হতে পারে কৌশিক ঘোষকে। ওপেনিংয়ে ফেরানো হতে পারে রমনকে। দলের টপ অর্ডারের ব্যর্থতা অবশ্য প্রকাশ্যে আনছেন না বাংলার কোচ অরুণ লাল।
অনুশীলনে বঙ্গব্রিগেডকে চার্জড আপ করে গেলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।  বাংলা-কর্ণাটক সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য আগেই দর্শকদের আহ্বান জানিয়েছিল সিএবি। শনিবার ম্যাচ শুরু সকাল নটা পনেরোয়। সাধারণ দর্শকদের জন্য ইডেনের তিন, বারো আর সতেরো নম্বর গেট খোলা থাকছে।

মাঠে আর মাঠে বাইরে। দুই জায়গাতেই চলল বঙ্গশিবিরের চূড়ান্ত মহড়া। বাইশ গজে কর্ণাটক বধের মহড়ায় ব্যাটিং অনুশীলনে বাড়তি জোর দিলেন অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারিরা। মাঠের বাইরে ড্রেসিংরুমে বাংলা শিবিরের আলোচনায় DRS। সেমিফাইনালে DRS ব্যবহার করতে পারবে দুই শিবিরই। তবে বঙ্গব্রিগেডে DRS ব্যবহারের অভিজ্ঞতা সেভাবে কারোর নেই। DRS ব্যবহার নিয়ে বোলার আর উইকেটরক্ষকের মতামতকেই অগ্রাধিকার দেবে বঙ্গব্রিগেড।

আরও পড়ুন-  সচিনের থেকে লারা ঠিক কোন জায়গায় আলাদা! জানালেন ম্যাকগ্রা

ভিডিও সেশনেও লোকেশ রাহুল, মণীশ পান্ডেদের ভুলগুলো দেখে নেন ইশান পোড়েল, আকাশদীপরা। হেভিওয়েট কর্ণাটকের বিরুদ্ধে স্নায়ুর চাপটাও দক্ষতার সাথে সামলাতে তত্পর বঙ্গশিবির। লোকেশ রাহুল, মণীশ পান্ডে, করুন নায়ার, অভিমন্যু মিঠুন। এ যেন অর্ধেক ভারতীয় দল। সঙ্গে রয়েছেন আইপিএলে খেলা কৃষ্ণাপ্পা গৌতম, প্রসিধ কৃষ্ণরা। খাতায় কলমে এগিয়ে থেকেই রঞ্জির সেমিফাইনালে নামছে কর্ণাটক শিবির। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর অনুশীলনে নামে কর্ণাটক দল। কিউই সফরে একদিনের ম্যাচের সিরিজ খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। শুক্রবার ম্যাচের আগেরদিন আকর্ষণের কেন্দ্রবিন্দু কোহলির দলের ইউটিলিটি ক্রিকেটারই। টি-টোয়েন্টি, একদিনের সিরিজে রান করেও টেস্ট সিরিজে কোহলির সংসারে ঠাঁই হয়নি লোকেশ রাহুলের। জাতীয় দলে টেস্টে সুযোগ পেতে রঞ্জির ম্যাচকেই টার্গেট করেছেন রাহুল। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে কর্ণাটক শিবিরও।

ইডেনের বাইশ গজ দেখে খুশি কর্ণাটক শিবির। শুক্রবার অনুশীলন শেষে মাঠেই টিম মিটিং করেন লোকেশ রাহুল, মণীশ পান্ডে, করুন নায়াররা। দুবছর আগে ইডেনে সেমিফাইনালের সুখকর স্মৃতি নিয়েই শনিবার মাঠে নামছে কর্ণাটক শিবির। 

.